অঞ্জন রায়: সমস্ত পুজো প্যান্ডেলেই নো এন্ট্রি জোন, গতকালই ভিড় নিয়ন্ত্রণের জনস্বার্থ মামলায় রায় দিয়ে একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আর হাইকোর্টের রায়ের পরেই বিজেপির পুজোয় কাটছাঁট। নিজেদের পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে মহিলা, যুব মোর্চা।
2/5
জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার, EZCC-তে এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। বৃহস্পতিবার সকালে ধুতি পাঞ্জাবিতে কর্মসূচির সূচনা করবেন নমো।
photos
TRENDING NOW
3/5
জানানো হয়েছে, দর্শনার্থী প্রবেশে নিষেধ থাকলেও চারদিন নিয়ম মতোই হবে পুজো। দশমীতে সিঁদুর খেলা এবং তারপর শোভাযাত্রা করে ঠাকু বিসর্জন করা হবে।
4/5
হাইকোর্টের রায়ের পরই কিছুটা হলেও চাপে পড়েছেন পুজো উদ্যোক্তারা। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ মতো প্রস্তুতি নিতে শুরু করেছে পুজো কমিটিগুলো।
5/5
উল্লেখ্য, রায় পুনরায় বিবেচনা করার জন্য ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। আজই মামলার অনুমতি মিলেছে। আগামিকাল মামলা শুনবেন বিচারপতি।