নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টা কাটার আগেই মোতিহারির বাস দুর্ঘটনায় একশো ডিগ্রি ঘুরে গেলেন বিহারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী দীনেশচন্দ্র যাদব। শুক্রবার তিনি বলেন, ''বাস দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। '' অথচ বৃহস্পতিবার তিনিই ক্যামেরার সামনে দাবি করেছিলেন, বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দীনেশচন্দ্র যাদব বলেন, '' দুর্ঘটনায় মৃত্যুর খবর ভুল ছিল। স্থানীয় সূত্র মারফত খবর পেয়ে বলেছিলাম, দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এটাও জানিয়েছিলাম, চূড়ান্ত রিপোর্ট আসার পরই সবটা বলা সম্ভব হবে।''



দুর্ঘটনার পর জীবিত যাত্রীরা বলেছিলেন, বাসে চালক ও সহযোগী ছাড়া ছিলেন ১৩ যাত্রী। ৩২ জন বাসের টিকিট কেটেছিলেন। দীনেশচন্দ্র যাদব বলেন, ''মুজফফরপুর থেকে উঠেছিলেন ১৩ জন। বাকিদের গোপালগঞ্জ থেকে ওঠার কথা ছিল। দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি ৮ জন। বাকি পাঁচজন নিখোঁজ। তাঁরা বাড়ি ফিরে গিয়ে থাকতে পারে।''  



বিহারের পূর্ব চম্পারণের মোতিহারিতে ২৮ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নায়নজুলিতে পড়ে যায় বাস। শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি মুজফফরপুর থেকে দিল্লি যাচ্ছিল। দুর্ঘটনার পরই বাসে আগুন লেগে যায়। তবে কোনও দেহ মেলেনি। জেলা সদরের ডেপুটি পুলিস সুপার মুরলি মনোহর মাঝি বলেন, বাসের জানলার কাচ ভেঙে ৬-৭ জন যাত্রী নিজে থেকেই বেরিয়ে আসতে পেরেছিলেন। দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 


আরও পড়ুন- 'ঐতিহাসিক ভুল' প্রধানমন্ত্রীর, মোদীকে শোধরাতে গিয়ে ঘেঁটে ঘ কংগ্রেস