'ঐতিহাসিক ভুল' প্রধানমন্ত্রীর, মোদীকে শোধরাতে গিয়ে ঘেঁটে ঘ কংগ্রেস
কর্ণাটকে প্রচারে গিয়ে ঐতিহাসিক তথ্যে ভুল মোদীর।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ভোটপ্রচারে গিয়ে ফের ইতিহাসে হোঁচট খেলেন নরেন্দ্র মোদী। আর এই সুযোগে তাঁকে ইতিহাসে জ্ঞান বাড়ানোর পরামর্শ দিল কংগ্রেস। তবে তারাও মোদীর ভুল ধরিয়ে দিয়ে গণ্ডগোল করেছে। টুইট মুছে ফের সংশোধিত টুইট দিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।
কর্ণাটকের কালবুর্গির সভায় এদিন প্রধানমন্ত্রী বলেন, ''জেনারেল থিমায়ার নেতৃত্বে আমরা ১৯৪৮ সালের যুদ্ধ জিতেছিলাম। কাশ্মীরকে যিনি বাঁচিয়েছিলেন সেই থিমায়াকে একাধিকবার অপমান করেছিলেন নেহরু ও তাঁর বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন। কারিয়াপ্পার সঙ্গে কী ব্যবহার করেছিল ওরা?''
Karnataka is synonymous with valour. But, how did the Congress Govts treat Field Marshall Cariappa and General Thimayya? History is proof of that. In 1948 after defeating Pakistan, General Thimayya was insulted by PM Nehru and Defence Minister Krishna Menon: PM Modi pic.twitter.com/OGOUaQDvEe
— ANI (@ANI) May 3, 2018
তবে তথ্য বলছে, ১৯৪৮ সালে স্বাধীন ভারতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে সেনাপ্রধান ছিলেন জেনারেল স্যার ফ্র্যান্সিস বুচার। কাশ্মীরে সেনা অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন থিমায়া। পরে ১৯৫৭ সালে সেনাপ্রধান হয়েছিলেন তিনি। ১৯৫৯ সালে চিনের সেনা পরিকাঠামো নিয়ে থিমায়ার মত খারিজ করেছিলেন তত্কালীন বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন। পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন থিমায়া। তাঁকে বিরত করেন নেহরু।
মোদীকে সংশোধন করতে গিয়ে ভুল করে ফেলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি টুইট করেন, '১৯৪৭ সালে জেনারেল থিমায়া ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।'
এই টুইটটি মুছে দিয়ে পরে সুরজেওয়ালা লেখেন, '১৯৫৭ সালে সেনাপ্রধান হয়েছিলেন থিমায়া।'
Modi ji,
Better start reading from a paper to brush up your knowledge of history.
Gen Thimayya became Army Chief only on 8th May 1957 and not 1947 as you alleged.
V K Krishna Menon was ambassador to UK between 1947-52 & not Defence Minister as you alleged.
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 3, 2018
মোদীর ভুল ধরিয়ে যোগেন্দ্র যাদব টুইটারে লিখেছেন, সঠিক তথ্য দেওয়ার মতো লোককে নিয়োগ করতে পারে না প্রধানমন্ত্রীর দফতর?
No sir, Krishna Menon was Defence Minister from April 1957 to October 1962.
General Thimmayya was Army Chief from May 1957 to May 1961
Sir can't the PMO afford a fact-checker?
It's so embarrassing! https://t.co/Kx8DmzID0I— Yogendra Yadav (@_YogendraYadav) May 3, 2018
এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার ভুল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।