নিজস্ব প্রতিবেদন: রবিবার কেন্দ্রে সাত বছর পূর্ণ করল বিজেপি সরকার। এদিন সরকারের বর্ষপূর্তিতে ভার্চুয়ালি বিজেপি নেতা-কর্মীদের মুখোমুখি হন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি জানান, করোনা অতিমারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিজেপি কর্মীরা। মানুষের কাছে তাঁরা ত্রাণ পৌঁছে দিয়েছেন। বিরোধীদের নিশানা করে নাড্ডা বলেন, “যখন বিজেপি কর্মীরা ত্রাণ নিয়ে মানুষের পাশে, তখন বিরোধীরা কোয়ারেন্টাইনে।“


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরোধীদের একযোগে আক্রমণ শানিয়ে নাড্ডা আরও বলেন, “এই অতিমারিতে কেন্দ্রীয় সরকারের মনোবল ভাঙে দিতে চেষ্টায় কোনও খামতি রাখেনি বিরোধীরা। এক সময় যাঁরা টিকা নিয়ে দ্বিধাগ্রস্থ ছিল, এখন তাঁরাই কান্নাকাটি জুড়েছে।” বিরোধীদের উদ্দেশ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির কটাক্ষ, “এখন বিরোধীরা হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছে। টিভি প্যানেল আর টুইটার ছাড়া এখন কোথাও তাঁদের দেখা যায় না।”


আরও পড়ুন: মেহুল চোকসিকে দেশে ফেরাতে চায় ভারত, ডমিনিকায় পাঠানো হল নথি বোঝাই বিমান


আরও পড়ুন: অতিমারিতে বাড়ল আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা, জানুন শেষ দিন কবে


প্রথমে দুটো সংস্থা করোনার টিকা উৎপাদন করলেও, এখন ১৩টা সংস্থা টিকা উৎপাদন করে। শীঘ্রই সংখ্যাটা ১৯টায় পৌঁছবে বলে রবিবার জানান জে পি নাড্ডা। তিনি দাবি করেন, অক্টোবর থেকে প্রতি মাসে ভারত বায়োটেক ১০ কোটি করে টিকা উৎপাদন করবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)