নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীকে মহাভারতে দুর্যোধনের সঙ্গে তুলনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। কেন? ওনার নাকি অহংকার বেশি! মঙ্গলবার হরিয়ানার এক নির্বাচনী প্রচারে বললেন প্রিয়ঙ্কা। যার কারণে এ বারের নির্বাচনে মোদীর পরাজয় নিশ্চিত বলে দাবি তাঁর। আক্রমণের পালটা আক্রমণ বিজেপি তরফ থেকে আসতে বেশি সময় লাগেনি। বিজেপি সভাপতি অমিত শাহ প্রিয়ঙ্কাকে একহাত নিয়ে বলেন, ২৩ মে-র রেজাল্টই শিক্ষা দেবে প্রিয়ঙ্কাকে। কংগ্রেসের আর কোনও অপমানসূচক মন্তব্য ভোটারদের মন পরিবর্তন করতে পারবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভোটের দফা একের পর এক যতই শেষ হচ্ছে শাসক-বিরোধী নেতাদের বাক্যবাণ বাড়ছে পাল্লা দিয়ে। কয়েক দিন আগেই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে এনে বর্তমান প্রধানমন্ত্রী বলেন, তিনি এক নম্বর দুর্নীতিগ্রস্ত। যা নিয়ে কংগ্রেসের মধ্যে তুমুল ঝড় ওঠে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তো বটেই অখিলেশ, মমতারাও মোদীর সমালোচনায় সরব হন। নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানায় কংগ্রেস। রাহুল গান্ধী প্রত্যুত্তরে মোদীর উদ্দেশে টুইটে উষ্ণ আলিঙ্গন ও ভালাবাসা কথা শোনান।


আরও পড়ুন- সাধ্বী প্রজ্ঞাকে হারাতে কম্পিউটার বাবার শরণ দিগ্বিজয়ের


এর পরও দমেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য একটি নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়ে মোদী বলেন, রাজীব গান্ধীর কর্মকাণ্ড তুলে ধরে কংগ্রেস লড়ুক। এরপরও কংগ্রেস ক্ষমতায় ফিরবে না বলে দাবি নরেন্দ্র মোদীর। অরুণ জেটলি সাফাই দিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে উঠতে বসতে চোর বলে সম্বোধন করেন রাহুল। প্রধানমন্ত্রীর মর্যাদাহানি করছেন সবসময় তিনি।