নিজস্ব প্রতিবেদন: দিল্লি এইমস-এ ভর্তি প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির অবস্থা সংকটজনক। লাইফ সাপোর্টে সিস্টেমে রাখা হয়েছে তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাজপেয়ীর সঙ্গে সুসম্পর্ককে হাতিয়ার করেই বিজেপিকে সুকৌশলে বিঁধলেন মমতা


শুক্রবার সকালে তাঁর স্বাস্থ্য সম্পর্কিত একটি বুলেটিন প্রকাশ করে এইমস। তখনও তাঁর অবস্থা সংকটজনকই বলা হয়। হাসপাতালে তাঁকে দেখতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার। বিকেলের খবর তাঁর অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। তাঁকে দেখতে হাসপাতালে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



উল্লেখ্য, গত ৯ অগাস্ট সকালে দিল্লি এইমস-এ ভর্তি করা হয় অরুণ জেটলিকে। এদিন গভীর রাত পর্যন্ত তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়। তাঁর চিকিত্সার দায়িত্বে ছিলেন বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি টিম। সেদিনই হাসপাতালের তরফে ঘোষণা করা হয়, জেটলির অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। তার পর থেকে জেটলির অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি।


আরও পড়ুন-কলকাতায় CBI জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব, খতিয়ে দেখবেন পার্থ-রাজীবের বয়ান


অটল বিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদী-টানা কয়েক বছর কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন অরুণ জেটলি। তবে সম্প্রতি বেশ কিছুদিন ধরে তাঁর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। বিদেশেও গিয়েছিলেন চিকিত্সার জন্য। শরীরিক সমস্যার কারণ ২০১৯ এর লোকসভা নির্বাচনে তিনি লড়াইও করেননি। এবছর ফেরব্রুয়ারিতে চিকিত্সার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন জেটলি। তাঁর পরিবর্তে সংসদে বাজেট পেশ করেন পীয়ূষ গোয়েল।