নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই অপহরণ। জম্মু ও কাশ্মীরের সোপরে নিজের বাড়ি সামনে থেকে অপহৃত হলেন এক বিজেপি নেতা। সোপরের ওয়াটারগাম পুরসভার ভাইস প্রেডিডেন্ট ছিলেন মেহরাজউদ্দিন মাল্লা নামের ওই বিজেপি নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পাইলটের পাল্টি! বিজেপিতে যাচ্ছি না, গান্ধীদের সামনে বদনাম করার চক্রান্ত বললেন সচিন


পুলিস সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বের হতেই কিছু লোক এসে ঘিরে ধরে মাল্লাকে। তারপর তাঁকে গাড়িতে তুলে চম্পট দেয়। সকাল থেকে তাঁর খোঁজ ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। অপহৃত নেতাকে খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীরও সাহায্য চেয়েছে পুলিস।


গত সপ্তাহে বান্দিপোরায় ওয়াসিম বারি নামে এক বিজেপি নেতা, তার ভাই ও বাবাকে গুলি করে মেরে ফেলে জঙ্গিরা। বারি রাজ্য বিজেপির বড়মাপের নেতা ছিলেন। মনে করা হচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরাই বারির ওপরে হামলা চালিয়েছে।


আরও পড়ুন-করোনা রোগীর ওষুধের বোঝা চাপানো যাবে না পরিবারের ঘাড়ে! নির্দেশিকা জারি রাজ্যের


তার পর থেকেই রাজ্যে বিজেপি নেতাদের নিরাপত্তায় সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়। মাল্লার অপহরণের পর সোপরে ঢোকা ও বের হওয়ার সব রাস্তার অতি সতর্কতা জারি করা হয়েছে।