নিজস্ব প্রতিবেদন: দুই নেতার খুনের ঘটনায় তোলপাড় কেরলের উপকূলবর্তী জেলা আলাপুঝা। বারো ঘণ্টার মধ্য়ে সেখানে খুন হয়েছেন এক এসডিপিআই ও বিজেপি নেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাপুঝায় ১৪৪ ধারা জারি করেছে পুলিস। গোটা ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সন্ধেয় খুন হন এসডিপিআইয়ের রাজ্য সম্পাদক কে এসে শান। পুলিসের দাবি, বাইকে চড়ে ঘরে ফিরছিলেন শান। পথে তাঁকে আটকায় একদল লোক। এরপর তাকে মারধর ও কুপিয়ে খুন করা হয়। কোচির একটি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মধ্যরাতে হাসপাতালেই মৃত্যু হয় শানের।


ওই ঘটনার ১২ ঘণ্টা না পেরোতেই খুন হন এক বিজেপি নেতা। দলের ওবিসি ইউনিটের সেক্রেটারি রঞ্জিত শ্রীনিবাসনের বাড়িতে ঢুকে পড়ে কিছু অপরিচিত লোকজন। বাড়িতেই তাকে কুপিয়ে খুন করা হয়। 


দুটি খুনের ঘটনায় থমথমে পরিস্থিতি আলাপুঝায়। ঘটনার তদন্তের পাশাপাশি জেলাজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।  ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, 'রাজ্যের জন্য এরকম ঘৃণ্য ঘটনা অত্যন্ত বিপজ্জনক আশাকরি এলাকার মানুষ এগিয়ে এসে খুনিদের চিনিয়ে দেবে। '


আরও পড়ুন-Live Updates: 'ভোটের নামে গণতন্ত্রের হত্যা', বেলা ১টা থেকে রাজ্যজুড়ে বিক্ষোভে BJP


জোড়া খুনের ঘটনায় তরজা শুরু হয়ে গিয়েছে বিজেপি ও এসডিপিআইয়ের মধ্য়ে। বিজেপি রাজ্য সভাপতি কে সুরন্দন এক বিবৃতিতে বলেন, গত ৬০ দিনের মধ্যে এনিয়ে ৩ বিজেপি কর্মী খুন হলেন। পিএফআইয়ের গুন্ডারা চাইছে রাজ্যে অস্থিরতা তৈরি করতে।


এদিকে, তাদের নেতার উপরে হামলার জন্য আরএসএসকে দায়ী করছে এসডিপিআই


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)