নিজস্ব প্রতিবেদন: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। সোমবার বিরোধীদের বৈঠকে যোগদান করতে নয়াদিল্লিতে গিয়েছেন তিনি। মঙ্গলবার সেখানেই সাংবাদিক বৈঠক করে একথা জানালেন তৃণমূল নেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর মতে, পাঁচ রাজ্যে বিজেপির যা ফল হয়েছে, তাতে তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কেন তিনি এমন মনে করছেন, জাতীয় রাজনীতির অলিন্দে দাঁড়িয়ে এর ব্যাখ্যাও করেছেন তিনি।


মমতার কথায়, মে মাসের মধ্যে ভোট শেষ করতে হবে। জানুয়ারি থেকেই সেই ভোটের আবহ তৈরি হয়ে যাবে। আর এই নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা আর বিজেপিকে চাইছেন না। ফলে লোকসভায় মানুষের আস্থা বিজেপি আর ফিরে পাবে না বলেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


তিনি জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারত, পূর্ব ভারতের কোথাও বিজেপির শক্তি নেই। বিহারে লালুপ্রসাদের যাদবের ভোটে জিতে নীতিশ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে বিজেপি ক্রমশ দেশ থেকে নিশ্চিহ্ন হতে শুরু করেছে। এর পর যেখানে ভোট হবে সেখানে বিজেপি হারবে বলে মন্তব্য করেন তিনি।