নিজস্ব প্রতিবেদন: প্রতিরক্ষা ক্ষেত্রে একধাপ এগিয়ে ‌যাওয়ার পথে ভারত। এ সপ্তাহেই পরীক্ষামূলকভাবে কোনও ফাইটার জেট থেকে ছোঁড়া হবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে ৩ গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হবে সুখোই ৩০ ‌যুদ্ধবিমান থেকে। সমুদ্রের গভীরে বা মাটির নিচে, আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটি নিখুঁত নিশানায় টার্গেটে আঘাত হানতে পারবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রহ্মোস ক্রুজ মিসাইলের ক্ষমতা দেখে ২৭,১৫০ কোটি টাকা খরচ করে তা রাশিয়ার কাছ থেকে কিনেছে ভারতীয় সেনা। যুদ্ধ জাহাজ ও বিমান থেকে ছোঁড়া ‌যায় এমন ক্ষেপণাস্ত্রই কেনা হয়েছে। ৪৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র বঙ্গোপসাগরের কোনও একটি জায়গা থেকে পরীক্ষা করা হবে। পরীক্ষা সফল হলে ৪১টি সুখোই-৩০ বিমানে তা জুড়ে দেওয়া হবে।


সমুদ্রের গভীরে কোনও ডুবোজাহাজ ও মাটির নিচে পারমাণবিক বাঙ্কার ধ্বংস করার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্রটি।


আরও পড়ুন- মুকুল বধে অর্জুনের পঞ্চবাণ