নিজস্ব প্রতিবেদন: নাদাফ আজাজ আবদুল রউফ (Nadaf Ajaj Abdul Rauf)। বয়স ২০। কৈশোরে নান্দেড়ে বাঁচিয়েছিলেন দুই বালিকাকে। এই সাহসিকতার জন্য ২০১৭ সালে পুরস্কৃত (Bravery Award) করেছিলেন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আর্থিক অনটনের কারণে সেই সাহসী যুবাই এখন মজুর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭ সালের ৩০ এপ্রিল মহারাষ্ট্রের নান্দেড়ে পারধি গ্রামের জলাশয়ে ৪ বালিকাকে ডুবতে দেখেন আজাজ (Nadaf Ajaj Abdul Rauf)। সাত পাঁচ না ভেবে ১৬ বছরের কিশোর ঝাঁপ দিয়েছিল জলে। তবস্সুম ও আফরিন নামে দুই বালিকাকে বাঁচাতে পেরেছিল। বাকি দু'জনের মৃত্যু হয়। ২০১৭ সালের এপ্রিলে সাহসিকতার জন্য আজাজকে জাতীয় সাহসিকতা পুরস্কারে (Bravery Award) সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক বছর বাদে দারিদ্র্যের কারণে মজুরের কাজ নিতে বাধ্য হন আজাজ। তাঁর কথায়,'বোনের বিয়ে ও আমার পড়াশুনোর জন্য বাবা-ভাইয়ের সঙ্গে মজদুরি করতে বাধ্য হই। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। ২০১১ সালে কলেজ ফি মকুব করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু দ্বাদশ শ্রেণিতে ফি দিতে হচ্ছিল। কিন্তু টাকা জোগাড় করতে পারিনি। তাই ভর্তি হতে পারলাম না।'       


শেষপর্যন্ত ২০২০ সালে ৮২% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে আজাজ (Nadaf Ajaj Abdul Rauf)। ভর্তি হয়েছে আর্টস কলেজে। পুলিস অফিসার হওয়ার স্বপ্ন তাঁর। স্বপ্নপূরণে তাঁর দরকার সরকারি সহযোগিতা। আজাজ চলেন,'যদি জেলা পরিষদ থেকে একটি ঠিকঠাক কাজ পাই নিজের পড়াশুনো নিজেই চালাতে পারব। এখন দিনমজুরি করে ৩০০ টাকা পাই।'                 


আরও পড়ুন- Supreme Court: 'গভীর নিদ্রায়', BJP-Congress-কে ১ লক্ষ, ৫ লক্ষ জরিমানা CPM-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)