বেঙ্গালুরু: জেলেই মহিলা বন্দিদের দিয়ে জোরজবরদস্তি দেহ-ব্যবসা। অভিযোগ একাজ চালাচ্ছিল জেল কর্তৃপক্ষই। এই বিতর্কে তোলপাড় বেঙ্গালুরু। বিতর্কের কেন্দ্রে পারাপানা অগ্রহরা সেন্ট্রাল প্রিসন। এজন্য পুরুষ বন্দিদের থেকে জেল ওয়ার্ডেনরা তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত নিতেন বলেও অভিযোগ। সমস্ত ঘটনা সামনে চলে এসেছে দুই মহিলা বন্দির চিঠিতে। জেলের অভিযোগ বাক্সে ওই চিঠিগুলি পোস্ট করেছিলেন মহিলা বন্দিরা। যা পৌছয় এক বিচারকের হাতে। তিনিই এরপর কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে তা পাঠিয়ে দেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেল কর্তৃপক্ষের কথা না মানলে বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেওয়া হত না মহিলা বন্দিদের। চিঠিতে তোলা একাধিক বিস্ফোরক অভিযোগের এটিও একটি। প্যারোলে মুক্তির ক্ষেত্রেও সমস্যা তৈরি করা হবে, এমন হুমকি দেওয়া হত। প্রবল সমালোচনার মুখে রাজ্যের শিশু ও নারীকল্যাণ দফতরকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। পনের দিনের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।