ওয়েব ডেস্ক: ভারতের মাটিতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তা জোরদার করল ভারত। বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। তাদের আটকাতে লঙ্কাগুড়ো ব্যবহার করছে বিএসএফ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে বিএসএফকে নির্দয়ী হতে নির্দেশ দেওয়া হয়েছে। নয়াদিল্লিতে বিএসএফ-এর এক শীর্ষ আধিকারিকের কথায়, ''রোহিঙ্গাদের গ্রেফতার করছি না আমরা। তাঁদের আঘাত করাও হচ্ছে না। কিন্তু কোনও রোহিঙ্গাকে দেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না।আমরা গ্রেনেড ব্যবহার করে লঙ্কাগুঁড়ো ছুড়ছি।"


২৫ অগাস্টের পর প্রায় ৪ লক্ষ ২০ হাজার রোহিঙ্গা মায়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। বাংলাদেশের ত্রাণ শিবিরগুলিতে তারা আশ্রয় নিয়েছে। ভারতের আশঙ্কা, বাংলাদেশে স্থান সঙ্কুলানের কারণে সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছে রোহিঙ্গারা। রোহিঙ্গারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি রাজনাথ সিংও জানিয়েছেন, ভারতে অবৈধভাবে রয়েছে রোহিঙ্গারা।


আরও পড়ুন, ২০০টি শিশুর জন্ম বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে, জন্ম নিয়ন্ত্রণের কিট বিতরণ শুরু