২০০টি শিশুর জন্ম বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে, জন্ম নিয়ন্ত্রণের কিট বিতরণ শুরু
ওয়েব ডেস্ক: রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ শুরু করে দিল বাংলাদেশ সরকার। বাংলাদেশে আশ্রয় শিবিরগুলিতে ইতিমধ্যেই গত এক মাসে ২০০টি রোহিঙ্গা শিশুর জন্ম হয়েছে। সন্তানসম্ভবা অন্তত ১৮ হাজার রোহিঙ্গা মহিলা, এমনটাই খবর। জনসংখ্যার এই বিস্ফোরণ আটকাতে তাই আশ্রয় শিবিরগুলিতে জন্ম নিয়ন্ত্রক কিট বিলি করতে শুরু করেছে ঢাকা প্রশাসন।
ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড জানিয়েছে, ২৫ অগাস্টের পর কক্স বাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ২০০টি শিশুর জন্ম হয়েছে। ঢাকার আশঙ্কা, এভাবে চলতে থাকলে জনসংখ্যা হু হু করে বাড়তে থাকবে। এজন্য জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনায় রোহিঙ্গাদের আনার সিদ্ধান্ত নিয়েছে হাসিনা প্রশাসন। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিম জানিয়েছেন, আশ্রয় শিবিরে ছটি মেডিক্যাল দল পাঠানো হয়েছে। তারা রোহিঙ্গাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা তৈরি করবে।
রোহিঙ্গাদের মধ্যে জন্মহার অনেক বেশি। সেটাই চিন্তায় ফেলেছে বাংলাদেশ সরকারকে। সেজন্য প্রাথমিকভাবে দেওয়া হয়েছে কন্ডোম ও পিল।
আরও পড়ুন, বাংলাদেশের মতো ভারতের জন্যও বিপদ রোহিঙ্গারা, কেন্দ্রের সুরে জানাল হাসিনা প্রশাসন