জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজেটের আগে কর আদায়ের ক্ষেত্রে সরকার এবং করদাতা উভয়ের জন্যই সুখবর রয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে দেশের মোট প্রত্যক্ষ কর সংগ্রহ প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১০ জানুয়ারী পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, কর সংগ্রহ ২৪.৫৮ শতাংশ বেড়ে ১৪.৭১ লক্ষ কোটি টাকা হয়েছে। রিফান্ডের পরে নেট কর সংগ্রহ দাঁড়িয়েছে ১২.৩১ লক্ষ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.৫৫ শতাংশ বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোট বাজেট অনুমানের ৮৬.৬৮ শতাংশ কর সংগ্রহ


আয়কর সংগ্রহের ক্ষেত্রে এই বৃদ্ধির সুবিধা বাজেটে আয়কর ছাড়ের সুবিধার মাধ্যমে পেতে পারেন করদাতারা। চলতি অর্থবছরের মোট বাজেট অনুমানের ৮৬.৬৮ শতাংশ কর আদায় হয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরে, কর সংগ্রহ অনুমান করা হয়েছিল ১৪.২০ লক্ষ কোটি টাকা। কর্পোরেট আয়কর (CIT) সংগ্রহ ১৯.৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ব্যক্তিগত আয়কর (PIT) ৩০.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


আরও পড়ুন: Dream 11: এই সংস্থার কর্মীদের দিতে হবে ১ লাখ টাকা জরিমানা! জানেন কেন?


২.৪০ লক্ষ কোটি টাকার রিফান্ড দেওয়া হয়েছে


সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) তার বিবৃতিতে বলেছে, ১০ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত কর সংগ্রহের প্রাথমিক পরিসংখ্যানে স্টেডি বৃদ্ধি দেখা গিয়েছে। CBDT-এর মতে, এই সময়ের মধ্যে প্রত্যক্ষ কর সংগ্রহ ছিল ১৪.৭১ লক্ষ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৫৮ শতাংশ বেশি। রিফান্ড জমা করার পর, CIT সংগ্রহে নেট ১৮.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিবৃতি অনুসারে, ১ এপ্রিল, ২০২২ থেকে ১০ জানুয়ারী, ২০২৩ এর মধ্যে, ২.৪০ লক্ষ কোটি টাকার রিফান্ড দেওয়া হয়েছে। এই সংখ্যাটিও বার্ষিক ভিত্তিতে ৫৮.৭৪ শতাংশ বেশি।


আরও পড়ুন: রেস্তরাঁর খাবারে মাদক! অচেতন হতেই যুবতীকে ধর্ষণ


এবার বাড়বে আয়কর ছাড়ের সীমা


এবার ২০২৩-২৪ সালের বাজেটে কর আদায়ের উৎসাহব্যঞ্জক পরিসংখ্যানের প্রভাব দেখা যাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। ১ ফেব্রুয়ারি, ২০২৩ সালে দেশের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভা নির্বাচনের আগে এটাই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এমন পরিস্থিতিতে আশা করা হচ্ছে, সরকার এবার আয়কর ছাড়ের সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করতে পারে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)