নিজস্ব প্রতিবেদন: হিমাচল প্রদেশের কুলুতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪। আহত ৩৫ জন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হারের পর এলাকার দখল নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রিগার হ্যাপি পুলিস: মুুকুল  


বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ বাসটি কুলুর বানজার তহসিলে প্রায় ৫০০ গভীর একটি নালায় পড়ে যায়। বাসের ভেতরে তালগোল পাকিয়ে যান যাত্রীরা। এলাকাবাসীরা এসে প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। তাঁদের বক্তব্য, বাসের ছাদে বসেছিলেন অনেকে। তাতেই মৃতের সংখ্যা আরও বেড়েছে।



এলাকাবাসী আহত যাত্রীদের নালার জল থেকে তুলে হাসপাতালে পাঠান। প্রসাশনের তরফে ঘটনাস্থলে পাঠানো হয় ৫টি অ্যাম্বুল্যান্স। নিহত ও আহতরা এলাকারই বাসিন্দা।


ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, কুলুর বাস দুর্ঘটনায় আমি গভীর মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। হিমাচল প্রদেশ সরকার এই ঘটনায় যথাসাধ্য সাহায্য করছে।


আরও পড়ুন-ভাটপাড়া আশান্তির মধ্যেই বারাকপুরের পুলিস কমিশনারকে সরাল নবান্ন


এদিকে, ওই ঘটনায় তদন্তের আদেশ দিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী। কুলু প্রশাসন নিহত ও আহতদের পরিবারপিছু ৫০০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।