নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে ফের এটিএম থেকে নগদের আকাল। এবার সেই আকালে কিছুটা সুরাহা টানটে নতুন ব্যবস্থা নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এটিএম-এ সমস্যা না মেটা পর্যান্ত পয়েন্ট অফ সেল বা পিওএস থেকেও টাকা বের করতে পারবেন গ্রাহকরা। শুধুমাত্র এসবিআই নয়, অন্য ব্যাঙ্কের গ্রাহকরাও এই সুবিধা ভোগ করতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নিজের মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, সুযোগ করে দিল বন্ধুদের জন্যও!


স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না, ততদিন পর্যন্ত পিওএস থেকে এই পরিষেবা গ্রাহকরা পাবেন। তবে তার জন্য বাড়িত কোনও চার্জ নেওয়া হবে না। দেশজুড়ে এসবিআইয়ের ৬ লক্ষ পিওএস মেশিন রয়েছে। এরমধ্যে অবশ্য ৪.৭৮ লক্ষ পিওএস থেকে নগদ টাকা বের করা যায়।