CBI: রাজ্যসভার সাংসদ কিংবা রাজ্যপালের পদ মিলবে ১০০ কোটি দিলেই, চক্রের পর্দাফাঁস করল সিবিআই
কেউ তাদের কাছে কোনও কাজের জন্য এলে ওই ব্যক্তির কাছে রাজ্য বা কেন্দ্রের প্রভাবশালী মন্ত্রি-আমলার নাম করা হতো। বলা হতো অভিষেক বুরার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুনতে অবাক লাগলেও সত্যি। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার চক্রের কথা তো শুনেছেন। কিন্তু শুনেছেন কি টাকা নিয়ে রাজ্যসভার সিট বা কাউকে রাজ্যপাল করে দেওয়ার কোনও চক্রের কথা? এমনই এক চক্রের পর্দাফাঁস করে ৪ জনকে গ্রেফতার করল সিবিআই।
সিবিআই সূত্রে খবর, ১০০ কোটি টাকা নিয়ে রাজ্যপাল ও রাজ্যসভার সদস্য করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল। এমনই এক চক্রের হদিস পেল সিবিআই। দেশের বিভিন্ন রাজ্যে এমনই একটি চক্র কাজ করছিল। তাদের দাবি ছিল, ১০০ কোটি দিলেই মিলবে রাজ্যসভার সাংসদ পদ কিংবা কোনও রাজ্যের রাজ্যপাল হওয়ার সুযোগ।
সিবিআই তার এফআইআর-এ উল্লেখ করেছে ওই চক্রে জড়িত মহরাষ্ট্রের লাতুরের কমলাকর প্রেমকুমার, কর্ণাটকের বেলগামের রবীন্দার নাইক, দিল্লির মহেন্দ্র পাল অরোরা, অভিষেক বুরা ও মহম্মদ আইজাজ খান।
সিবিআইয়ের দাবি, কমলাকর প্রেমকুমার নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দিত। সে অরোরা, বুরা ও আইজাজ খানকে বলতো যে কোনও কাজ আটকে গেলে তার কাছে নিয়ে আসতে। রাজ্য থেকে দিল্লি, সব জায়গায় তার হাত রয়েছে। সব সমাধান হয়ে যাবে। তবে তার জন্য খরচ করতে হবে টাকা।
সিবিআই অফিসার ও প্রভাবশালীর পরিচয় দিয়ে তারা টাকাপয়সাওয়াল লোকজনের কাছে তাদের প্রস্তাব নিয়ে যেত। বলা হত টাকা খরচ করলেই যে কোনও সরকারি সংস্থার চেয়ারম্য়ান, রাজ্যসভার সাংসদ এমনকি রাজ্যপালও করে দিতে পারবে তারা। এমনকি রাজ্যসভার সাংসদ বানিয়ে দেওয়ার জন্য তারা একশো কোটি টাকা পর্যন্ত দাবি করেছিল।
সিবিআইয়ের কাছে খবর ছিল, কেউ তাদের কাছে কোনও কাজের জন্য এলে ওই ব্যক্তির কাছে রাজ্য বা কেন্দ্রের প্রভাবশালী মন্ত্রি-আমলার নাম করা হতো। বলা হতো অভিষেক বুরার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এমনকি এও জানা গিয়েছে সিবিআই অফিসার সেজে কমলাকর প্রেমকুমার পুলিসের উচ্চপদস্থ অফিসারদেরকেও ধমক দিয়ে কাজ হাসিল করত। কিন্তু শেষ রক্ষা হল না। একাধিক রাজ্যে অভিযান চালিয়ে চক্রের ৪ জনে ধরে ফেলল সিবিআই।
আরও পড়ুন-জয় দিয়েই কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু কিবু ভিকুনার