DHFC | CFL : জয় দিয়েই কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু কিবু ভিকুনার

সোমবার ডিএইচএফসি নিজেদের ঘরের মাঠ বাটানগর স্টেডিয়ামে ৩-০ গোলে হারিয়েছে পোর্ট ট্রাস্টকে (Callcutta Port Trust)। এদিন ম্যাচের ২ মিনিটেই ডায়মন্ড হারবারকে গোল উপহার দেয় পোর্ট ট্রাস্ট। আত্মঘাতী গোল করে ফেলে প্রতিপক্ষ।

Updated By: Jul 25, 2022, 07:13 PM IST
DHFC | CFL : জয় দিয়েই কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু কিবু ভিকুনার
জয়ে দিয়েই অভিষেকের ক্লাবের পথচলা শুরু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার তিন প্রধান ক্লাবের সঙ্গেই পাল্লা দিয়ে এবার ময়দানে আত্মপ্রকাশ ঘটেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের (Diamond Harbour Football Club)। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (The All India Trinamool Congress, TMC) সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের দল জিতেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের অভিযান শুরু করল। 

সোমবার অর্থাৎ আজ ডিএইচএফসি নিজেদের ঘরের মাঠ বাটানগর স্টেডিয়ামে ৩-০ গোলে হারিয়েছে পোর্ট ট্রাস্টকে (Callcutta Port Trust)। এদিন ম্যাচের ২ মিনিটেই ডায়মন্ড হারবারকে গোল উপহার দেয় পোর্ট ট্রাস্ট। আত্মঘাতী গোল করে ফেলে প্রতিপক্ষ। এরপর ১৯ মিনিটে তুহিন সিকদার পোর্ট ট্রাস্টের জালে বল জড়ান। বিরতিতে স্কোরলাইন ২-০ থাকে। দ্বিতীয়ার্ধে ৯২ মিনিটের মাথায় সন্দীপ পাত্রের গোল পোর্ট ট্রাস্টের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। বড় ব্যবধানেই প্রথম ম্যাাচ জিতল অভিষেকের দল।

তিন বছর আগে মোহনবাগানকে আই-লিগ জিতিয়েছিলেন কিবু ভিকুনা। সবুজ-মেরুন শিবিরকে ভারতসেরা করা স্প্যানিশ কোচই অভিষেকের ক্লাবের হেড কোচ হয়েছেন। ২০২০ সালে কলকাতা ছেড়ে ভিকুনা চলে গিয়েছিলেন কেরালা ব্লাস্টার্সে। সেখানে এক মরসুম কাটিয়ে তিনি চলে যান পোল্যান্ডের এক ক্লাবে কোচিং করাতে। ফের কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করলেন কিবু। আর জয় দিয়েই স্মরণীয় করে রাখলেন কলকাতা ময়দানে কামব্যাক। গত বছর ডিসেম্বরে ‘এমপি কাপ’-এর সময় অভিষেক জানিয়ে ছিলেন যে, এ বার তাঁর ফুটবল টিম আসতে চলেছে। চার-পাঁচ মাসের মধ্যেই দল তৈরি হয়ে গেল। ২০১৭ সালে অভিষেকের হাত দিয়ে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা চালু হয়েছিল। স্থানীয় মানুষরাই সেই টুর্নামেন্টে অংশ নেন। এ বার কলকাতা লিগ খেলছে অভিষেকের ডিএইচএফসি। 

আরও পড়ুন: Lovlina Borgohain: নির্যাতনের বিস্ফোরক অভিযোগ অলিম্পিক্স পদক জয়ী লভলিনার

আরও পড়ুন: Shoaib Akhtar | Virat Kohli: এক শব্দে কোহলিকে বোঝাতে বলেছিলেন ফ্যান! আখতারের উত্তর চমকে দেবে

আরও পড়ুন: Pranati Nayak | CWG 2022 : কমনওয়েলথ গেমসে প্রণতির অস্ত্র সুকাহারা ৭২০

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.