নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) চিঠি দিল CBI। চাপের কারণে দায়ের হয়নি বা পুলিস নিতে চায়নি, এমন অভিযোগের সংখ্যা জানতে চাইলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশে মূলত অপরাধমূলক ঘটনার তদন্ত করছে CBI। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তদন্তে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তাঁরা। জেরা করেছে। অভিযোগকারী বা তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। এখনও পর্যন্ত এই মামলায় একাধিক অভিযোগও দায়ের করেছে CBI। 


আরও পড়ুন: Tripura: আমার কাছে তথ্য প্রমাণ আছে, গ্রেফতার করাবো, TMC-কে কার্যত হুমকি Biplab-র


আরও পড়ুন: ইনফোসিসের প্রশংসায় পঞ্চমুখ! তীব্র সমালোচনায় 'সুর বদল' RSS-এর


এবার জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) চিঠি দিয়ে দায়ের না হওয়া অভিযোগের তালিকা চেয়ে পাঠালেন তাঁরা। জানতে চাইলেন কোন জেলায়, এমন কত অভিযোগ রয়েছে। যেখানে কোনও ব্যক্তি বা পরিবার চাপের কারণে অভিযোগ দায়ের করতে পারেনি বা পুলিস অভিযোগ নিতে চায়নি। CBI সূত্রে খবর, এবার সেই সমস্ত ঘটনার অভিয়োগ দায়ের করে তদন্ত শুরু করবেন তদন্তকারীরা।