ওয়েব ডেস্ক:  চোখে ঘুম নেই, খাওয়ার ইচ্ছা নেই। শুধুই মাঝমধ্যে ফুঁপিয়ে কেঁদে উঠছেন। কিন্তু এই তো সবে শুরু। রাম রহিমের কপালে এখনও অনেক দুঃখ বাকি। আর মাত্র কয়েকটা দিন। ১৬ সেপ্টেম্বরই তার কপালে আরোও বিপদ ঘনাতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 কেন ১৬ সেপ্টেম্বর?         


রাম রহিমের বিরুদ্ধে দু’টি খুনের মামলার শুনানির জন্য এই দিনটিই নির্দিষ্ট হয়েছে। সেপ্টেম্বরের ১৬ তারিখ সিবিআই এই মামলায় তাঁদের চূড়ান্ত সওয়াল করবে। স্বঘোষিত এই ধর্মগুরুর বিরুদ্ধে সিবিআইয়ের চূড়ান্ত সওয়াল হওয়ার পরই খুনের মামলার রায় ঘোষণা হয়ে যাবে।


দুই সাধ্বীকে ধর্ষণের ঘটনা নিয়ে খবর করে বাবার কোপে পড়েছিলেন চণ্ডীগড়ের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। ডেরার গুণ্ডাদের দিয়েই তাঁকে খুন করানোর অভিযোগ রয়েছে রাম রহিমের বিরুদ্ধে।ডেরা সচ্চা সওদার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংহকে খুনের মামলাও ঝুলছে রাম রহিমের বিরুদ্ধে। নিম্ন আদালতে সেই মামলার শুনানিও শেষ পর্যায়ে।


সিবিআই মনে করছে, ধর্ষণের মামলায় দোষী সব্যস্ত হওয়ায়, রাম রহিমের বিরুদ্ধে খুনের মামলায় তাঁদের ঘুঁটি সাজাতে আরও সুবিধা হবে।