ওয়েব ডেস্ক : প্রস্তাব ছিল PF-এ জমার পরিমাণ ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হোক। পত্রপাঠ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সেই প্রস্তাব খারিজ করে দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)। একইসঙ্গে, শ্রম মন্ত্রকের শুধুমাত্র এমপ্লয়ারদের কনট্রিবিউশন ১০ শতাংশ করার প্রস্তাবেরও কড়া সমালোচনা করেছে CBT।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হল PF-এ জমার পরিমাণ ১২ শতাংশেই অপরিবর্তিত থাকবে। বর্তমানে মাসে যাদের ন্যূনতম বেসিক পে ১৫,০০০ টাকার কম, একমাত্র তাদের জন্য PF বাধ্যতামূলক নয়।


আরও পড়ুন, ভয়ঙ্কর দৃশ্য! প্রকাশ্যেই দুই তরণীর শ্লীলতাহানি করল ১৪ যুবক...