নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মূদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়িয়ে দিল মোদী সরকার। শুক্রবার এই ঘোষণা করল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'বৈশাখী-মমতা পুরনো সম্পর্ক, বিজেপির অস্বস্তির কী আছে!'


সাধারণত বছরের দুবার ডিএ দিয়ে থাকে কেন্দ্র। একটি জানুয়ারি মাসে এবং অন্যটি জুলাই মাসে। কেন্দ্রের এই ঘোষণায় উপকৃত হবেন ১ কোটি মানুষ। চার শতাংশ ডিএ বৃদ্ধির অর্থ সরকারি কর্মীদের বেতন বাড়বে ৭২০-১০,০০০ প্রতি মাসে।


উল্লেখ্য, আগেই সরকার জানিয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর দিয়ে দেওয়া হবে। এবং তা লাগু হবে ১ জানুয়ারি ২০২০ থেকে। সেই মতো পদক্ষেপ নিল কেন্দ্র।  সাধারণভাবে ১ জানুয়ারি ও ১ জুলাই ডিএ কার্যকর হলেও তা দেওয়া হয় মার্চ ও সেপ্টেম্বর মাসে।


আরও পড়ুন-'৫ মিটার দূর থেকে কথা বলুন,' মমতার করোনা দাওয়াই


প্রসঙ্গত, ২০১৯ সালের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। ওই বছর ১ জুলাই থেকে ডিএ মূল বেতনের ১২ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ১৭ শতাংশ।