নিজস্ব প্রতিবেদন: বিপুল সংখ্যক Apprentice নিচ্ছে Central Rail। সব মিলিয়ে ২৫০০-র বেশি Apprentice নেওয়া হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামিকাল অর্থাত্ ৬ ফেব্রুারি থেকে ওইসব Apprentice পদের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ৫ মার্চ ২০২১ বিকেল ৫টা।  আবেদন করা যাবে rrccr.com গিয়ে।


আরও পড়ুন-এত প্রকল্পের টাকা আসবে কোথা থেকে, সবটাই Mamata-র প্রহসন, Budget নিয়ে সরব বিরোধীরা


Central Rail এর ওইসব পদের আবেদনের জন্য জমা দিতে হবে ১০০ টাকা।


আবেদন করার পরই একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন আবেদনকারীরা। 


ন্যূনতম যোগ্যতা


মাধ্যমিক ও ITI-এর ডিগ্রি থাকা আবশ্যক। মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্য়ক। ওই দুই ক্ষেত্রে নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে।


বয়স


১৫-২৪ বছরের মধ্যে।


আরও পড়ুন-Modi-কে খুন করব ৫ কোটি ফেললেই, গ্রেফতার যুবক


কোথায় কত ও কী পদ খালি


মুম্বই(Mumboi)


Carriage & Wagon (Coaching) Wadi Bunder - ২৫৮
Mumbai Kalyan Diesel Shed - ৫৩
Kurla Diesel Shed - ৬০
Sr.DEE (TRS) Kalyan - ১৭৯
Sr.DEE (TRS) Kurla - ১৯২
Parel Workshop - ৪১৮
Matunga Workshop - ৫৪৭
S&T Workshop, Byculla - ৬০


ভুসাওয়াল


Carriage & Wagon Depot - ১২২
Electric Loco Shed, Bhusawal - ৮০
Electric Locomotive Workshop - ১১৮
Manmad Workshop - ৫১
TMW Nasik Road - ৪৯


পুনে


Carriage & Wagon Depot - ৩১
Diesel Loco Shed - ১২১


নাগপুর


Electric Loco Shed - ৪৮
Ajni Carriage & Wagon Depot - ৬৬


সোলাপুর


Carriage & Wagon Depot - ৫৮
Kurduwadi Workshop - ২১