নিজস্ব প্রতিবেদন: রাফাল নিয়ে ধুন্ধুমার অব্যাহত। সুপ্রিম কোর্টে ভুল তথ্য পেশ করেছেন অ্যাটর্নি জেনারেল, অভিযোগে অনড় কংগ্রেসের। বিরোধীদের চাপের মুখে 'তথ্যগত ভুলের'  কথা কার্যত স্বীকার করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাফাল তদন্তে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবি জানাল কংগ্রেস। লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের দাবি সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থা নয়। তাই রাফাল বিতর্কের সত্য উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। সেই তদন্ত রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করলে তবেই তাঁদের পক্ষে বোঝা সম্ভব আসল ঘটনা কী। রাফাল তদন্তে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবি জানাল কংগ্রেস। লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের দাবি সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থা নয়। তাই রাফাল বিতর্কের সত্য উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। সেই তদন্ত রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করলে তবেই তাঁদের পক্ষে বোঝা সম্ভব আসল ঘটনা কী।


আরও পড়ুন- বিজেপির সঙ্গ ত্যাগের পর উপেন্দ্রর ঘরেই বিদ্রোহের আগুন, নেপথ্যে শাহ?


রাফাল নিয়ে সুপ্রিকোর্টে ভুল তথ্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এভাবেই বিজেপির বিরুদ্ধে শীর্ষ আদালতকে বিপথে চালিত করার অভিযোগ আনল কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে বলেছেন যথাসময়ে সংসদে ক্যাগ রিপোর্ট পেশ হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি তা খতিয়েও দেখেছে। কিন্তু আসলে এসব কিছুই হয়নি বলে দাবি কংগ্রেসের।