নিজস্ব প্রতিবেদন: আনলক ৫ এর মেয়াদ শেষ হতে আর কটা দিন বাকী। নভেম্বর মাসেই আনলক প্রক্রিয়ার নতুন গাইডলাইন দেওয়া হবে এমনটাই আশা করেছিলেন অনেকে। কিন্তু সেই পথে হাঁটল না কেন্দ্র। বরং আনলক ৫ এর গাইডলাইন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বলবত্ রাখার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গণতন্ত্র বোঝে না চিন, যে কোনও হুমকি মোকাবিলায় ভারতের পাশেই রয়েছে ওয়াশিংটন: পম্পেও


গত ৩০ সেপ্টেম্বর শেষ আনলক গাইডলাইন জারি করেছিল কেন্দ্র। সেখানে বলা হয়েছিল-


স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মতোই আন্তর্জাতিক উড়ান চলবে।


ট্রেনিংয়ের জন্য সুইমিং পুল চালু থাকবে।


সিনেমা হল খুলবে ৫০ শতাংশ দর্শক নিয়ে।


সামাজিক, বিনোদন মূলক, সংস্কৃতিমূলক জমায়েত হবে হলের পঞ্চাশ শতাংশ লোক নিয়ে।


চালু হবে না লোকাল ট্রেন।


আরও পড়ুন-অতিসংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, কাজ করছে না কিডনি


দেশে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবদের জানিয়ে দিয়েছে, কড়া ভাবে করোনা স্বাস্থ্যবিধি লাগু করতে হবে।  কনটেনমেন্ট জোনে লকডাউন বিধি লাগু থাকবে। জেলাগুলিতে মাইক্রো লেভেলে কনটেনমেন্ট জোন ঠিক করবে জেলা প্রশাসন। কনটেনমেন্ট জোনে জরুরি পরিষেবা চালু রাখা হবে। কনটেনমেন্ট জোনের বাইরে রাজ্য সরকার লকডাউন জারি করতে পারবে না।  রাজ্যের ভেতরে ও রাজ্য থেকে অন্য রাজ্যে বাস পরিষেবা চালু থাকবে।