President-elect Droupadi Murmu: সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন দেশের প্রধান বিচারপতি। শপথপাঠ শেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু। বিদায়ী রাষ্ট্রপতি নবনির্বাচিত রাষ্ট্রপতির হাতে দায়িত্বভার তুলে দেবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামীকাল, সোমবার, ২৫ জুলাই-ই সেই দিন। এদিন সকাল ১০.১৫ মিনিটে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তার আগে রাজকীয় এক শোভাযাত্রা বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে সংসদের সেন্ট্রাল হলে পৌঁছবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন দেশের প্রধান বিচারপতি। শপথপাঠ শেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার নেবেন দ্রৌপদী মুর্মু। সে সময়ে করা হবে ২১টি তোপধ্বনি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে দায়িত্বভার তুলে দেবেন।
এদিন সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার এবং পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। আমন্ত্রিত থাকবেন সব রাজ্যের রাজ্যপাল, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধিক দেশের রাষ্ট্রদূত, সাংসদ এবং দেশের সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা। সংসদের সেন্ট্রাল হল থেকেই জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এরপর রাজকীয় শোভাযাত্রায় সংসদ থেকে রাইসিনা হিলসের উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। সঙ্গে থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। রাইসিনা হিলসের ফোরকোর্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'গার্ড অফ অনার'-এর মাধ্যমে স্বাগত জানাবে প্রেসিডেন্ট হাউসের ইন্টার সার্ভিস গার্ড। পাশাপাশি রাইসিনা হিলসের ফোরকোর্টে রামনাথ কোবিন্দকেও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৌজন্যমূলক বিদায় সংবর্ধনা জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পরে রাষ্ট্রপতি ভবনের সিংহদ্বার থেকে বেরিয়ে যাবে রামনাথ কোবিন্দের কনভয়। অন্য দিকে, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি ভবনের অন্দরে নিয়ে যাবে প্রেসিডেন্ট'স বডিগার্ড।
আরও পড়ুন: India's President-Elect Droupadi Murmu: দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন ভ্লাদিমির পুতিন