India's President-Elect Droupadi Murmu: দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন ভ্লাদিমির পুতিন
ভারতের রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদীর ভূমিকা ভারত-রাশিয়া সম্পর্কের বিশেষত্বকে আরও জোরদার করবে এবং তা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রটিকেও আরও সুবিস্তৃত করবে বলে আশা প্রকাশ করেন পুতিন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানালেন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। দ্রৌপদীকে ধন্যবাদ ও শুভেচ্ছো জানিয়ে পুতিন তাঁর বক্তব্যে বলেছেন, ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্কের ক্ষেত্রগুলিতে আমরা বহুদিন থেকেই জোর দিচ্ছি। আশা করি, ভারত-রাশিয়া রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে বিশেষত্ব রয়েছে ভারতের সাংবিধানিক প্রধান হিসেবে আপনার ভূমিকা সম্পর্কের এই বিশেষত্বকে আরও জোরদার করবে এবং তা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রটিকেও আরও সুবিস্তৃত করবে।
গণনার প্রথম পর্ব থেকেই এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। প্রথম পর্বে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় ৩৩২ ভোটে এগিয়ে ছিলেন তিনি। মোট সাংসদের ভোট ৭৪৮টি। মোট ভোটের মূল্য ৫ লক্ষ ২৩ হাজার ৬০০। দ্রৌপদী মুর্মু ৫৪০ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ছিল ৩ লক্ষ ৭৮ হাজার। যশবন্ত সিনহা ২০৮ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৬০০।
ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে ৬৪ শতাংশের বেশি ভোট পেয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পরে জন্ম নেওয়া প্রথম ব্যক্তি দ্রৌপদী মুর্মু যিনি দেশের রাষ্ট্রপতি হলেন। এছাড়াও তিনিই এখনও পর্যন্ত দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। তিনি দ্বিতীয় মহিলা যিনি দেশের রাষ্ট্রপতি হয়েছেন। আগামী ২৫ জুলাই শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন: লক্ষাধিক বেতন-সহ একাধিক সুবিধা, দিতে হবে না ট্যাক্স! কী কী সুযোগ পাবেন দ্রৌপদী মুর্মু?