নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সিনিয়র কংগ্রেস নেতা পি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট আনল ইডি। আইএনএক্স (INX)মিডিয়া আর্থিক তছরূপ কাণ্ডর সঙ্গে যোগাযোগ রয়েছে চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির। সেখান থেকেই এনফোর্সমেন্ট বিভাগের পক্ষ থেকে লকডাউনের মাঝেই ই-চার্জশিট এল তাঁদের নামে। আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগ এনে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন চিদম্বরম। এই মর্মে চিদম্বরমকে অভিযুক্ত করেছিল সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ঘণ্টায় ১১০ কিমি! আমফানের পর বুধবারই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ, এখন অবস্থান কোথায়?


অভিযোগ, ২০০৭ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন পিটার মুখার্জিয়ার আইএনএক্স মিডিয়ায় বিপুল বিদেশি বিনিয়োগ এনে দিয়েছিলেন চিদম্বরম। আর তাঁর ছেলে এই কারণে বিপুল টাকা নিয়েছিলেন মুখার্জিয়াদের আইএনএক্স থেকে। গত  ১৬ অক্টোবর আর্থিক তছরূপের দায়ে চিদম্বরমকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু তিহার জেলে তিন মাস থাকার পর ডিসেম্বরে জামিন পেয়ে যান তিনি।


২০০৭ সালে আইএনএক্স মিডিয়া কোম্পানিকে ৩০৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগে ২০১৭ সালেও প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল সিবিআই। ফের আবার ইডির খপ্পরে পড়লেন চিদম্বরম।