ঘণ্টায় ১১০ কিমি! আমফানের পর বুধবারই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ, এখন অবস্থান কোথায়?

আজ, বুধবারই আছড়ে পড়বে সুপার সাইক্লোন।

Updated By: Jun 3, 2020, 09:24 AM IST
ঘণ্টায় ১১০ কিমি! আমফানের পর বুধবারই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ, এখন অবস্থান কোথায়?

নিজস্ব প্রতিবেদন: আমফানের ঝাপটা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা।  এই ধাক্কা সামলাতে সময় লাগবে বহু। এরই মধ্যে এবার আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ। আজ, বুধবারই আছড়ে পড়বে সুপার সাইক্লোন।
কী বলছেন আবহাওয়াবিদরা?
 ঘূর্ণিঝড় নিসর্গ আজ বুধবার বিকেলে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাট সংলগ্ন হরিহরেশ্বরের এবং দমন অঞ্চলের উপর আছড়ে পড়বে।
 এই সময় ঝড়ের গতিবেগ থাকবে ১০০-১১০ কিলোমিটার।
বুধবার সকালে নিসর্গের অবস্থান আরব সাগরে ১৭ ডিগ্রি উত্তর এবং ৭২.১৫ ডিগ্রি পূর্বে।
দক্ষিণ মুম্বই থেকে ২৯০ কিলোমিটার দূরত্বে নিসর্গ ঘণীভূত হচ্ছে।
এগোচ্ছে ১১ কিলোমিটার গতিবেগে।

রেকর্ড! লাফিয়ে বাড়ছে সংক্রমণ, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৩৯৬ জন 
ঝড় মোকাবিলায় সরকারের তরফে পদক্ষেপ
মুম্বইয়ে এনডিআরএফ এর ৮টি টিম, রায়গড়ে ৫টি টিম, পালঘরে ২টি টিম, থানেতে ২টি টিম, রত্নগিরিতে ১টি টিম নামানো হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে মানুষকে সরানো চলছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অন্তত দু'দিন ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।
 গুজরাটের উপকূলবর্তী অঞ্চল থেকে সরানো হয়েছে ৭৮ হাজারের বেশি মানুষকে।

 

.