জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশঙ্কা ছিলই। চিন ফেরত আগ্রা যুবকের শরীরে মিলল ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ প্রজাতি করোনা ভাইরাস! আক্রান্ত যুবককে এখন আইসোলেশনে। বাড়ি সিল করে দিয়েছে প্রশাসন। পরিবারের লোক এবং যাঁরা ওই যুবকের সংস্পর্শে এসেছিলেন, এবার তাঁদের টেস্ট করার নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য দফতরকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২২-র শেষে আবারও ফিরল করোনা! বিধিনিষেধে শিথিল হতেই ফের সংক্রমণ বাড়ছে চিনে। পরিস্থিতি এমনই যে, কোভিড আক্রান্তদের তালিকা প্রকাশ করাও বন্ধ করেছে চিনের  জাতীয় স্বাস্থ্য কমিশন (NHC)। কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পরিবর্তনের কারণ বা কোভিড সংক্রান্ত তথ্য আবার কবে প্রকাশ করা হবে, তা এখনই বলা যাচ্ছে না।


আরও পড়ুন: Ballistic Missile Pralay: চিন-পাকিস্তানের বিরুদ্ধে আরও শক্তিশালী সেনা, সীমান্তে মোতায়েন করা হচ্ছে ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র


এদিকে পড়শি দেশে কোভিডের বাড়বাড়ন্তে আতঙ্ক বাড়ছে ভারতে। বস্তুত, চিনে যে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট তাণ্ডব চালাচ্ছে, সেই বিএফ.৭-র হদিশ মিলেছে এ দেশে। ওড়িশার একজন, আর গুজরাটে দু'জনের শরীরে নয়া প্রজাতির ভাইরাস পাওয়া গিয়েছিল আগেই। এবার মিক্রন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-র করোনা আক্রান্ত হলেন আগ্রার এক যুবকও।


কীভাবে? স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৩ ডিসেম্বর চিন থেকে দিল্লি হয়ে আগ্রায় ফেরেন ওই যুবক। এরপর স্থানীয় এক ল্য়াবে কোভিড টেস্ট করান তিনি। রিপোর্ট পজিটিভি আসে! ইতিমধ্য়েই ওই যুবককে আইসোলেশনে পাঠিয়ে বাড়ি সিল করে দিয়েছে প্রশাসন। কোনও প্রজাতির করোনা আক্রান্ত তিনি? নমুনা পাঠানো হয়েছিল জেনোম সিকোয়েন্সের জন্য! রিপোর্টে দেখা গেল, বিএফ.৭ পিজিটিভ!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)