নিজস্ব প্রতিবেদন: ফের উত্তরাখণ্ডে বিপর্যয়। মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ দেবপ্রয়াগ (Devaprayag)। ভেসে গেল বহু দোকান-বাড়িঘর। উত্তরাখণ্ডের (Uttarakhand Disaster) তেহরি জেলার দেবপ্রয়াগের গোটা এলাকায় এখন শুধুই ধ্বংসাবশেষ ছড়িয় রয়েছে। দেবপ্রয়াগের স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সকাল থেকেই তেহরির জেলার একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছিল। কিন্তু ক্রমেই যে তা মেঘ ভাঙা বৃষ্টিতে পরিণত হবে তা কেউ প্রত্যাশা করেনি। বিকেল ৫ টা নাগাদ হঠাৎই ভয়ঙ্কর চেহারা নেয় সান্তা নদী। মেঘ ভাঙা বৃষ্টি নামে দেবপ্রয়াগে। জলের গতি অনেক বেশি ছিল। পাহাড়ের উপর থেকে ধস নামলে ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘরবাড়ি-দোকানপাট। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভয়াবহ ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে কেউ কিছু বুঝে ওঠার আগেই দেবপ্রয়াগের বাজারের উপর আচমকা মেঘ ভাঙা বৃষ্টি নামে। এরপর ধসও নামে। ভেসে যায় সর্বস্ব। ক্ষতিগ্রস্ত হয় আইআইটির একটি ভবনও। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার পরেই স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ ফোন করেন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকে। কেন্দ্রের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাসও দোওয়া হয়েছে। যদিও করোনা আবহে পর্যটক তেমন না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। প্রাণহানির কোনো খবর মেলেনি। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী পোঁছে সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসেই উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠে হিমবাহ ধসের মতো বিপর্যয় ঘটে। একের পর এক বাঁধ ভাঙে। প্রাণহানি হয় বহু মানুষের। বিশেষজ্ঞদের মতে, বারবার বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে উত্তরাখণ্ড তার অন্যতম কারণ বেআইনি নির্মাণ, পাহাড় কেটে বসতি ও বৃক্ষচ্ছেদন। 



 আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য বড় সুবিধা! বাড়িতে বসেই অন্য Branch এ স্থানান্তর Account