নিজস্ব প্রতিবেদন: পুদুচেরির কংগ্রেস সরকার আস্থা ভোটে হারল। বিধানসভায় স্পিকার জানালেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় ক্ষমতায় থাকার অধিকার নেই এই সরকারের। রাজনৈতিক সঙ্কট তীব্র হয়ে উঠেছে সেখানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভি নারায়ণস্বামীর (v Narayanasamy) বলেছেন-- তিনি নিজে, তাঁর মন্ত্রীদল, কংগ্রেস ও ডিএমকে বিধায়ক সকলেই পদত্যাগপত্র জমা দিয়েছেন, আশাকরি তা গৃহীত হবে।


আরও পড়ুন: Modi-র 'মন্দির' উবাচ, টুইটে জুড়লেন কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, সোমবার মেট্রোর উদ্বোধন


তবে এর আগে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী (v Narayanasamy)। কয়েকজন বিধায়কের ইস্তফার মধ্য দিয়ে রাজ্য বিধানসভার ২৬টি আসনের মধ্যে শাসক জোটের শক্তি দাঁড়িয়েছিল ১১। এবং তাঁর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার কার্যত সংখ্যালঘু হয়ে পড়েছিল। তাঁর অভিযোগ, এর পিছনে বিজেপির কৌশল আছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তাঁর সরকার ফেলে দিতে চেয়েছে। প্রসঙ্গত, এপ্রিল-মে নাগাদ ভোট আছে পুদুচেরিতেও।


পুদুচেরিতে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে— বিরোধীদের এই দাবি মেনে সোমবারই নারায়ণস্বামীর সরকারকে আস্থাভোট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্পিকার (Assembly Speaker)।


আরও পড়ুন: Video: গাছে বেঁধে বেধড়ক মার, হাতির বুক ফাটা কান্নাতেও মন গলল না দুই মাহুতের