নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে বিমান হানা নিয়ে বিরোধীদের সন্দেহের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার পাটনার সভা থেকে তিনি বলেন, দেশের বীর জওয়ানদের মৃত্যুতে এখন আর বসে নেই সরকার। ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে। আর এইসময় বিরোধীরা তাদের ত্যাগকে সন্দেহের চোখে দেখছে। তাদের অপমান করছে।



আরও পড়ুন-সংকল্প যাত্রা ঘিরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, থানা ঘেরাও, আটক ২০০ বিজেপি কর্মী


পাকিস্তানে বিমান হানার পর দেশের বেশকিছু বিরোধী নেতা বালাকোটের ভারতের প্রত্যাঘাতের প্রমাণ চেয়ে বসেছেন। শনিবারই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, বালাকোটে যদি বায়ুসেনা হামলা করে থাকে তাহলে তার প্রমাণ দিক কেন্দ্র। লাদেনকে হত্যা করার পর দুনিয়ার সামনে প্রমাণ হাজির করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন বালাকোটে কত জঙ্গির মৃত্যু হয়েছে তা জানতে চাই। দেশের অনেক নেতাই প্রায় একই ধরনের কথা বলছেন।



পাটনার সভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবাই সাক্ষী দেশের বীর জওয়ানারা দেশের ভেতরে ও বাইরে সন্ত্রাসবাদীদের ওপরে আঘাত হানছে। এরকম এক অবস্থায় দেশের ভেতরেই কিছু লোক তাদের সাহস বাড়ানোর পরিবর্তে এমনসব মন্তব্য করছেন যাতে শত্রুরা খুশি হচ্ছে। পাকিস্তানের টিভিতে সেসব দেখানো হচ্ছে। পাকিস্তানে তালি বাজছে। যখন একসঙ্গে সন্ত্রাসবাদের নিন্দা করা উচিত ছিল তখন তার উল্টো করা হচ্ছে। দেশের মানুষ এদের ক্ষমা করবে না।


আরও পড়ুন-বাইক মিছিলে পুলিসের লাঠিচার্জ, পাল্টা বিজেপির ইটে জখম ডিএসপি


উরি হামলার পরিপ্রেক্ষিতে সার্জিক্যাল স্ট্রাইকের পরও বিরোধী শিবির থেকে প্রমাণ দেওয়ায় দাবি তুলেছিল বিরোধীরা। তখনও বিরোধীদের পাল্টা নিশানা করেছিলেন মোদী। পাটনায় তিনি বলেন, ওরা এখন বালাকোটে বিমান হানার প্রমাণ চাইছে। দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে যায় এমন কাজ কেন বিরোধীরা করছে বুঝতে পারছি না।