শ্রীদেবীর মৃত্যুতে `অমানবিক` শোকবার্তা কংগ্রেসের
বিতর্কিত টুইট রাহুল গান্ধীর দলের। সমালোচনার মুখে মুছে দিল তারা।
নিজস্ব প্রতিবেদন: শ্রীদেবীর মৃত্যুর পর শোকবার্তা দিতে গিয়েও রাজনীতির ছোঁয়াচ এড়াতে পারল না কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ল রাহুল গান্ধীর দল। শ্রীদেবীকে যে ইউপিএ সরকার পদ্মশ্রী দিয়েছিল, তাঁর মৃত্যুর পর সেটা মনে করিয়ে দিল তারা। মুখ বাঁচাতে টুইটটি মুছে ফেলতে বাধ্য হয় কংগ্রেস।
সকালে কংগ্রেস টুইট করে,''শ্রীদেবীর মৃত্যুতে আমরা মর্মাহত। দারুণ অভিনেত্রী ছিলেন তিনি। নিজের কাজের মাধ্যমেই মানুষের হৃদয়ে থেকে যাবেন শ্রীদেবী। তাঁর নিকটজনদের সমবেদনা জানাচ্ছি। ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী দিয়েছিল ইউপিএ সরকার।''
এই টুইট নিয়েই সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস। ইউপিএ সরকার তাঁকে পদ্মশ্রী দিয়েছিল, এটা ঘটা করে প্রচার করতে হল কেন? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তাঁদের মতে, একজনের মৃত্যুর পর কীভাবে রাজনীতি সম্ভব? মানবিকতা ভুলে গেল কংগ্রেস। সমালোচনার মুখে পড়ে টুইটটি মুছে দিতে বাধ্য হয় কংগ্রেস।