নিজস্ব প্রতিবেদন: দলের ভাঙন এড়াতে এবার একটি বড় সিদ্ধান্ত নিতে চলছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi) । শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক (CWC)। কংগ্রেসের রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সাংগঠনিক দুর্বলতা নিয়ে দলের ভিতরে উত্থাপিত প্রশ্নগুলি নিয়ে এ দিনের বৈঠকে আলোচনার পাশাপাশি নতুন সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৈঠকের আলোচ্য ইস্যু ঠিক কী হবে, তা এখনও স্পষ্ট না হলেও, দলের সাংগঠনিক নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই সূত্রের খবর। দলের সাংগঠনিক নির্বাচন করার দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছেন দলীয় নেতাদের একাংশ। দলের স্থায়ী সভাপতি (President) নির্বাচনের দাবিও উঠেছে। তাই  শনিবারই বসছে কংগ্রেসের কর্মসমিতির বৈঠক। 


আরও পড়ুন, CRPF: ছত্তিসগড়ের রায়পুরে CRPF স্পেশাল ট্রেনে বিস্ফোরণ, আহত চার জওয়ান


২০১৯-এ লোকসভা নির্বাচনে পরাজয়ের পরই দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী। সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেই দায়িত্বই সামলাবেন সোনিয়া। 


২০২২-এ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। কংগ্রেস নেতাদের একাংশ চায়, তার আগেই দলের স্থায়ী সভাপতি নির্বাচনে মন দিক কংগ্রেস। এ দিনের বৈঠকে ওই সব রাজ্যগুলির রণকৌশল নিয়েও কথা হবে বলে জানা গিয়েছে।


দলীয় সূত্রে খবর, এ দিনের বৈঠকে দলের সদস্যপদ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজনৈতিক ও কৃষি-সহ তিনটি প্রস্তাবও সভায় পাস হবে। অন্য দিকে, কংগ্রেসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সমিতি আজকের বৈঠকে সভাপতি পদে অন্তর্বর্তীকালীন ভোটের পরিবর্তে একজন পূর্ণ মেয়াদের প্রধান বেছে নেওয়ার জন্য সাংগঠনিক নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)