করোনা এবার হানা দিল এশিয়ার বৃহত্তম বস্তিতে, আতঙ্কে বাণিজ্য নগরী
৬১৩ একর জমির ওপর ছড়িয়ে রয়েছে ধারাভি বস্তি। সরকারি হিসাব বলছে, প্রায় ১৫ লাখ মানুষের বাস সেখানে।
নিজস্ব প্রতিবেদন— আতঙ্কে কাঁপছে এশিয়ার বৃহত্তম বস্তির লোকজন। সেইসঙ্গে আতঙ্ক ও ভীতি ছড়াচ্ছে বাণিজ্য নগরীতেও। মুম্বইয়ের ধারাভি বস্তিতে একজন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সেই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই বস্তির আটটি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এত বড় বস্তিতে একজনেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর আতঙ্কগ্রস্থ করে তোলার মতোই! কারণ বিশাল এলাকাজুড়ে থাকা এই বস্তিতে করোনা ছড়িয়ে পড়তে পারে আগুনের মতো। যদিও মুম্বই প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও ভয় যেন কাটছে না বাসিন্দাদের।
৬১৩ একর জমির ওপর ছড়িয়ে রয়েছে ধারাভি বস্তি। সরকারি হিসাব বলছে, প্রায় ১৫ লাখ মানুষের বাস সেখানে। এশিয়ার বৃহত্তম বস্তি অত্যন্ত জনবসতি ঘন। ফলে এই এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। ফলে একবার যদি এই এলাকায় করোনা বিস্তার পেতে শুরু করে তা হলে ঠেকানো মুশকিল হয়ে পড়বে। ধারাভি থেকে সারা মুম্বইয়ে করোনা ছড়াতেও বেশি সময় লাগবে না। আর তাই প্রশাসন এখন থেকেই যতটা সম্ভব সুরক্ষা ব্যবস্থা কায়েম করতে চাইছে।
আরও পড়ুন— করোনায় মৃত্যু পদ্মশ্রীপ্রাপক প্রখ্যাত শিখ সঙ্গীতশিল্পী নির্মল সিং-এর
করোনা সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ধারাভি বস্তির বাসিন্দা ওই বৃদ্ধের শরীরে করোনার জীবাণু ধরা পড়ার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই প্রৌঢ়কে প্রথমে সিওন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাই তাঁকে কস্তুরবা গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অ্যাম্বুল্যান্সে তোলার আগেই তিনি মারা যান। সেই প্রৌঢ়ের থেকে বহু মানুষের সংক্রমণের আশঙ্কা করছে প্রশাসন।