বাদল অধিবেশনের শুরুতেই করোনা পজিটিভ ১৭ সাংসদ, বেশিরভাগই বিজেপির
দেশের ৭৮৫ সাংসদের মধ্যে ২০০ সাংসদের বয়স ৬৫ বছরের বেশি। ফলে তাঁদেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি
নিজস্ব প্রতিবেদন: সোমবার শুরু হয়েছে লোকসভার বাদল অধিবেশন। করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে নেওয়া হয়েছিল একাধিক ব্যবস্থা। করা হয়েছিল কোভিড টেস্টের ব্যবস্থাও। আর তাতেই করোনা পজিটিভ হলেন দেশের ১৭ সাংসদ।
আরও পড়ুন-মৃত দেহের হদিস নেই মেডিক্যালে, কোয়ারেন্টিন থেকে বেরিয়ে হন্যে হয়ে ঘুরছে পরিবার
করোনা আক্রান্ত সাংসদদের মধ্যে বেশিরভাগই বিজেপির। গেরুয়া শিবিরের ১২ জন এখন কোভিড পজিটিভ। ওয়াইএসআর কংগ্রেসের ২ ও শিবসেনা, ডিএমকে ও আরএলপির একজন করে সাংসদ রয়েছেন সংক্রমিত সাংসদদের তালিকায়।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন তিনি করোনা পজিটিভ। এক টুইটে তিনি লেখেন, আমার সংস্পর্শ্বে যাঁরা এসেছিলেন তাঁদের সবাইকে অনুরোধ সতর্ক থাকুন। করোনার কোনও উপসর্গ থাকলে টেস্ট করিয়ে নিন।
আরও পড়ুন-বাইশ মাস পর বিচার, আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী
উল্লেখ্য, দেশের ৭৮৫ সাংসদের মধ্যে ২০০ সাংসদের বয়স ৬৫ বছরের বেশি। ফলে তাঁদেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। ইতিমধ্যে দেশের এক সাংসদ ও একাধিক বিধায়ক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেকথা মাথায় রেখে এবার বাদল অধিবেশনে কড়া সতর্কতা নেওয়া হয়েছে। সামজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি, উপস্থিতি নথিভুক্ত করার জন্য দেওয়া হয়েছে মোবাইল অ্যাপ। পলিকার্বনেট চাদর দিয়ে মুড়ে ফেলা হয়েছে সাংসদদের আসন।
আক্রান্ত কারা
সুখবীর সিং(বিজেপি)
হনুমান বেনিওয়াল(আরএলপি)
মীনাক্ষী লেখি(বিজেপি)
সুকান্ত মজুমদার(বিজেপি)
অনন্ত কুমার হেগড়ে(বিজেপি)
গোদেতি মহাদেবী(ওয়াইএসআর কংগ্রেস)
প্রতাপ রাও যাদব(শিবসেনা)
জনার্দন সিং(বিজেপি)
বিদ্যুতবরণ মাহাত(বিজেপি)
প্রধান বড়ুয়া (বিজেপি)
এন রেড্ডিপা(ওয়াইএসআর কং)
সেলভম জি(ডিএমকে)
প্রতাপ রাও পাটিল(বিজেপি)
রাম শঙ্কর কাঠারিয়া(বিজেপি)
পরভেস সাহিব সিং(বিজেপি)
সত্যপাল সিং(বিজেপি)
রোদমাল নগর(বিজেপি)