বাইশ মাস পর বিচার, আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী

২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটনের ডিবি ব্লকের একটি ফ্ল্যাটের ভেতর থেকে আইনজীবী রজত দে-র দেহ উদ্ধার হয় ।

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Sep 14, 2020, 05:37 PM IST
বাইশ মাস পর বিচার, আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বাইশ মাস পর অবশেষে বিচার।  আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন তাঁর স্ত্রী অনিন্দিতা।  ২০১৮ সালের নভেম্বরে নিউটাউনের ফ্ল্যাটে খুন হন আইনজীবী রজত দে। পুলিসি তদন্তে ফাঁস ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ।

বুধবার সেই হত্যাকাণ্ডের সাজা ঘোষণা হবে। মামলাকে ভুল পথে পরিচালিত করার জন্য আদালতে তিরস্কারের মুখে পড়েন মামলার তদন্তকারী অফিসার। এদিকে সোমবার দোষী সাব্যস্ত পরেই কান্নায় ভেঙে পড়েন রজত দে-র স্ত্রী অনিন্দিতা।

২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটনের ডিবি ব্লকের একটি ফ্ল্যাটের ভেতর থেকে আইনজীবী রজত দে-র দেহ উদ্ধার হয় । সরকারি হাসপাতলে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  এরপরই খুনের অভিযোগে মামলা দায়ের হয়।  বিধাননগর পুলিস তদন্ত শুরু করে।  এমনকি ওই বছরেই ডিসেম্বর মাসে রজত দে-র স্ত্রী অনিন্দিতাকে গ্রেফতার করে পুলিস। বারাসত কোর্টে মামলা শুরু হয়। মামলার তদন্তে একাধিক রহস্য উঠে আসে। পুলিসের দাবি করে, তদন্তের সময় অনিন্দিতার বয়ানে অসঙ্গতি ছিল। পরে খুনের কথা কবুল করে।

আরও পড়ুন - নিউ নর্মাল মেট্রো পরিষেবার জটিল নিয়মে জেরবার যাত্রীরা, ক্ষোভ-বিরক্তি-হতাশা নিয়ে স্টেশন ছাড়লেন অনেকেই

.