Lockdown-এ বাইরে বের হলে আধার কার্ড দেখবে পুলিস, নির্দেশ হাইকোর্টের
বাইক আরোহী হেলমেট পরে থাকলেও মাস্ক বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা পরিস্থিতি। রাজ্যে দিনের নির্দিষ্ট সময়ের জন্য জারি হয়েছে লকডাউন। সেই লকডাউন বিধি ভাঙলে মহরাষ্ট্র পুলিসকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিল বম্বে হাইকোর্টের ঔরঙ্গবাদ বেঞ্চ। ছাড় নেই জনপ্রতিনিধিদেরও। শুধু তাই নয়, আদালতের নির্দেশ, লকডাউনে বাইরে বের হলে দেখাতে হবে আধার কার্ড।
আরও পড়ুন-Covid-র ভয়ঙ্কর সংক্রমণ ঠেকাতে ফের কি দেশজুড়ে Lockdown? কী বলছেন বিশেষজ্ঞরা
আদালতের তরফে বলা হয়েছে, লকডাউনের(Lockdown) সময়ে কেউ বাইরে বের হলে তার আধার কার্ড(Aadhar Card) দেখবে পুলিস। তা দেখাতে না পারলে তার বিরুদ্ধে মামলা করা হবে। চিকিত্সার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে রাখতে হবে আধার কার্ড। রমজানের কথা মাথায় রেখে বিকেল ৫টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত এই নিয়মে ছাড়া দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ভোট গণনার দিন ও পরবর্তিতে কোনও বিজয় মিছিল নয়, কড়া নির্দেশিকা কমিশনের
ঔরঙ্গাবাদ বেঞ্চের বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি দেবদ্বারের বেঞ্চের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যারা মাস্ক ঠিকমতো পরছেন না তারা সুপার স্প্রেডার। তাদের বিরুদ্ধে পুলিস ব্যবস্থা নেবে। কোনও জনপ্রতিনিধি লকডাউন বিধি ভাঙার চেষ্টা করলে তাকেও ছেড়ে কথা বলা হবে না। বাইক আরোহী হেলমেট পরে থাকলেও মাস্ক বাধ্যতামূলক।