করোনাভাইরাস: শাহিন বাগে পৌঁছল দিল্লি পুলিস, সরতে নারাজ বিক্ষোভকারীরা
এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৬
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস ঠেকাতে সব ধরনের জমায়েত বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকি কারও সঙ্গে কথা বলার সময় নির্দিষ্ট দূরত্ব রেখে চলতে বলা হচ্ছে। এরকম এক অবস্থায় দিল্লির শাহিন বাগে বিক্ষোভকারীদের তুলতে সেখানে পৌঁছাল পুলিস।
আরও পড়ুন-রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব কেন গ্রহণ করলাম, শপথ নেওয়ার পরই বলব: গগৈ
মঙ্গলবার শাহিন বাগে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরাতে যান রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ও দিল্লি পুলিস। তবে সিএএ বিরোধী বিক্ষোভকারীরা সেই অনুরোধে রাজি হয়নি। এনিয়ে তাদের সঙ্গে কথাবার্তা চলছে পুলিসের।
উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৬। করোনা সংক্রমণের ক্ষেত্রে প্রথম দশায় রয়েছে ভারত। এর পর রয়েছে দ্বিতীয় দশা। এই অবস্থাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী ৩০ দিন করোনা ঠেকিয়ে রাখতে পারলে অনেকটাই চিন্তামুক্ত হবে ভারত।
আরও পড়ুন-Live: মহারাষ্ট্রে মৃত্যু হল একজনের, করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩, আক্রান্ত ১২৫
এদিকে, কর্ণাটক, দিল্লির এবার করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হল মহারাষ্ট্রের এক জনের। ভারতের করোনা আক্রান্তের মধ্যে রয়েছেন ২২ জন বিদেশি। এছাড়া দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ , উত্তরপ্রদেশে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩, কর্ণাটকে ৮ ও মহারাষ্ট্রে এই সংখ্যা ৩৯।