নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই সুখবর। ভাইরাসের সংক্রমণ রুখতে যেমন মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার তেমনি, সুস্থও হয়ে উঠছেন অনেক রোগী। রাজস্থানের ৩ জন-সহ দেশে মোট ১৩ জন এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। এমনটাই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মৌসম-দীনেশের মনোনয়নে একাধিক অসংগতি! প্রশ্ন তুলে সরব বামেরা


জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে ভর্তি হয়েছিলেন করোনাভাইরাস আক্রান্ত ৪ রোগী। এদের মধ্যে ৩ জন এখন সুস্থ। সরকারি হাসপাতালে ভর্তি থেকেই ভালো হয়ে গিয়েছেন ৩ জন। এদের মধ্যে ইতালির এক দম্পতিও রয়েছেন। ম্যালেরিয়া, সোয়াইন ফ্লু ও এইচআইভি-র ওষুধ দিয়ে তাঁদের ভালো করা হয়েছে।


ইতালির যে দম্পতি ভালো হয়ে উঠেছেন তাঁর দুবাই ঘুরে এসেছিলেন। ৮৫ বছরের ওই বৃদ্ধকে দুবার পরীক্ষা করে দেখা দিয়েছে। এখন তিনি করোনাভাইরাস মুক্ত। জানিয়েছেন রাজ্যের অ্যাডিশোনাল চিফ সেক্রেটারি রোহিত কুমার সিং।


রোহিত কুমার আরও জানিয়েছেন, ইতালির ওই বৃদ্ধ ছাড়াও তাঁর ৬৯ বছরের স্ত্রী ও জয়পুরের ৮৫ বছরের এক বৃদ্ধের করোনাভাইরাস পরীক্ষা নেগেটিভ বেরিয়েছে। ইতালির ওই মহিলাকে রাজস্থান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স পাঠানো হয়েছে। বাকিদের সওয়াই মান সিং হাসপাতালেই রাখা হয়েছে।


আরও পড়ুন-করোনার কোপে ভাটা কলকাতার চাঁদনিচক মার্কেটে, পেশা বদলের কথা ভাবছেন ব্যবসায়ীরা


অন্যদিকে, কেন্দ্রীয়স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১০ জন। ১৫ মার্চ সাড়ে এগারোটা পর্যন্ত মোট ১২,৭৬,০৪৬ জনকে পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট দেশে মোট ১৩ জন করোনাভাইরাস মুক্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন রাজস্থানের।