নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের সঙ্গে লড়তে গেল যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার প্রয়োজন তা এখনও তৈরি হয়নি ভারতীয়দের মধ্যে। এবং তা হতে এখনও অনেক দেরী। তবে আইসিএমআর এনিয়ে গবেষণা করে দেখছে। রবিবার জানিয়ে দিলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'মহিলাদের গায়ে হাত, শাড়িও টেনে খুলে দেওয়া হয়', বারুইপুরে অনুপমকে ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
 
রবিবার তাঁর 'সানডে সম্বাদ'-এ হর্ষবর্ধন বলেন আইসিএমআর সেরো সার্ভে করছে। এনিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।


ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে স্কুল খুলতে শুরু করেছে। এনিয়ে আতঙ্কেও রয়েছেন বহু অভিভাবক। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আতঙ্কের কোনও কারণ নেই। করোনা স্বাস্থ্যবিধি মেনে চললেই নিরাপদে থাকা যাবে। 
ধর্মীয়স্থানের মতো জায়গায়তেও মাস্ক খোলা চলবে না। করোনার মতো মহামারীর সঙ্গে লড়াই করতে গেলে সরকারের সঙ্গে সব স্তরের মানুষের সহযোগিতা চাই।


আরও পড়ুন-মায়াঙ্ক-রাহুলের দাপটে রাজস্থানের সামনে ২২৪ রানের টার্গেট খাড়া করল পঞ্জাব


করোনা পরীক্ষার কিটের দাম নিয়ে হর্ষবর্ধন বলেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ওই কিটের দাম কম করতে বলা হয়েছে।   একেবারে প্রথম দিকে করোনা পরীক্ষার কিট বাইরে থেকে আনা হতো। কিন্তু এখন তা হচ্ছে না। সরবারহও ভালো হয়েছে। ফলে দাম কমা উচিত। পাশাপাশি প্রাইভেট ল্যাবগুলিকেই করোনা পরীক্ষার দাম কম করার কথা বলা হয়েছে।