মায়াঙ্ক-রাহুলের দাপটে রাজস্থানের সামনে ২২৪ রানের টার্গেট খাড়া করল পঞ্জাব

শুরুতেই খেলা ধরে ফেলে পঞ্জাব। প্রথম দশ ওভারেই ১১০ রান তুলে নেয় পঞ্জাব

Updated By: Sep 27, 2020, 09:55 PM IST
মায়াঙ্ক-রাহুলের দাপটে রাজস্থানের সামনে ২২৪ রানের টার্গেট খাড়া করল পঞ্জাব
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: মায়াঙ্ক আগরওয়ালের ১০৬ ও কে এল রাহুলের ৬৯ রানে ভর করে রাজ্যস্থান রয়্যালসের সামনে বড় রানের টার্গেট খাড়া করল কিংস ইলেভেন পঞ্জাব।

আরও পড়ুন-কাজ দেওয়ার নাম করে ডেকে ভোপাল স্টেশনেই গণধর্ষণ, গ্রেফতার রেলেরই ২ অফিসার 

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু শুরুতেই খেলা ধরে ফেলে পঞ্জাব। প্রথম দশ ওভারেই ১১০ রান তুলে নেয় পঞ্জাব। আর ১৮.৫ ওভারে ২০০ রানের গন্ডি পার হয়ে যায় কে এল রাহুলের দল।

ম্যাচে জাঁকিয়ে বসেন রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। দুজনেই তুলে দিলেন ১৭৫ রান। তবে এই জুটি ফিরে যাওয়ার পর খেলা ধরে নেয় রাজস্থান রয়্যালস। ততক্ষণে ভালো জায়গায় দাঁড়িয়ে গিয়েছে পঞ্জাব।

আরও পড়ুন-'মহিলাদের গায়ে হাত, শাড়িও টেনে খুলে দেওয়া হয়', বারুইপুরে অনুপমকে ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

মাত্র ৫০ বলে ১০৬ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। ১০টি চার ও ৭টি ছয় দিয়ে সাজানো ছিল মায়াঙ্কের ইনিংস। শেষ পর্যন্ত সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

.