করোনা রেড জোনগুলিতে বলবত থাকবে লকডাউন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইঙ্গিত নমোর
লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ মে। তার আগেই আজ ভিডিয়ো কন্ফারেনন্সে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে এনিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: আগামী ৩ মে-র পরও দেশের কোভিড সংক্রমিত এলাকায় লকডাউনের মেয়াদ বাড়বে। অর্থাত্ দেশের কোভিড রেড জোনগুলিতে এখনই উঠছে না লকডাউন। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, লকডাউন কীভাবে এড়ানো যায় তার জন্য মুখ্যমন্ত্রীদের চিন্তাভাবনা করতে বললেন মোদী।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কর্মী ছাঁটাই আসানসোলের এক মাল্টিন্যাশনাল কোম্পানির
করোনা নিয়ন্ত্রণে দেশে লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ মে। তার আগেই আজ ভিডিয়ো কন্ফারেন্সে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে এনিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে তিনি বলেন-
# এদিন বৈঠকে তিনি বলেন, দেশের অর্থনীতি নিয়ে তেমন ভাবনা নেই। অর্থনীতির ওপরে জোর দেওয়ার পাশাপাশি করোনার বিরুদ্ধে আমাদের জোরদার লড়াই চালাতে হবে।
# এই মুহূর্তে আমাদের প্রয়োজন দো গজ দুরি বজায় রাখা ও মাস্ক পরা। আগামী কিছুদিনও মাস্ককে আমাদের জীবনের অঙ্গ করে নিতে হবে।
আরও পড়ুন-রাজ কুন্দ্রার সঙ্গে অশান্তি? কী হল শিল্পা শেঠির সংসারে!
# আর্থিক লেনদেন সহ অন্যান্য কাজকর্ম আপাতত শুরু হবে গ্রিন ও অরেঞ্জ জোনে
# পাবলিক ট্রান্সপোর্ট বন্ধই থাকবে তবে ব্যক্তিগত গাড়ি চলবে
# দেশের করোনা রেড জোনগুলিকে গ্রিন জোনে রূপান্তরিত করার দায়িত্ব রাজ্য সরকারগুলির
# এদিন বৈঠকে লকডাউন বাড়ানোর পক্ষে সায় দেয় ওড়িশা ও মেঘালয়
# মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, লকডাউন খুললেও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের ওপরে জোর দিতে হবে