নিজস্ব প্রতিবেদন: সতর্কতা নেওয়ার পরও দেশে বেড়েই চলেছে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৮। বুধবার আক্রান্ত হলেন আরও ১৩ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন Ministry of Science and Technology's Department of Biotechnology-র সচিব রেনু স্বরূপ সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'আজ পর্যন্ত গোটা দেশে মোট ব্রিটেনের(UK) নতুন প্রজাতির করোনায় আক্রান্ত হলেন ৭১ জন।'


আরও পড়ুন-স্কুল খোলার আগে শিক্ষকদের ও তাঁর পরিবারের টিকাকরণ


ব্রিটেন-সহ বিদেশ থেকে আগত যাত্রীরা করোনা পজিটিভ হলে তাদের আইসোলেশনের পাশাপাশি সোয়াব নমুনার জেনম সিকোয়েন্স করা হচ্ছে। দেশের মোট ১০ সরকারি ল্যাব হচ্ছে ওই বিশ্লেষণ। এগুলি হল কলকাতার NIBMG, ভুবনেশ্বরের ILS, পুণের NIV, পুণের NCCS, হায়দরাবাদের CCMB, হায়দরাবাদের CDFD, বেঙ্গালুরুর InSTEM, বেঙ্গালুরুর NIMHANS, দিল্লির IGIB, দিল্লির NCDC ল্যাবে।


ব্রিটেনের নতুন প্রজাতির করোনা(Covid News Strain) কোভিড-১৯ এর থেকে ৭০ গুন বেশ দ্রুত সংক্রমণ ছড়ায়। ফলে এনিয়ে আতঙ্কের পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে দেশজুড়ে। বিশেষ করে দিল্লি, মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা বেশি।  একথা মাথায় রেখে আক্রান্ত যাত্রীদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি।


আরও পড়ুন-ক্ষমতা ধরে রাখার নির্মম খেলায় মেতেছে BJP, রাজ্যে উন্নয়নের কথা তুলে ধরে সরব কাকলি  


কেন্দ্র সরকার আগেই নতুন এই ভাইরাসটি নিয়ে সতর্ক করেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, 'গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হয়েছে। স্য়াম্পল টেস্ট, নজরদারি, কন্টেনমেন্ট করার ব্যাপারে রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।'


সরকারের হিসেব অনুযায়ী, 'গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন ৩৩,০০০ যাত্রী। এদের খুঁজে বের করে তাদের RT-PCR টেস্ট করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। '