নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস স্টেস্ট নীতিতে কিছু রদবদল আনল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। এর মধ্যে রাখা হচ্ছে সব ধরনের ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতাকেও(আইএলআই)। পাশাপাশি যেসব স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী কোভিড নিয়ন্ত্রণে কাজ করছেন তাদের ওই উপসর্গ থাকলেই কোভিড পরীক্ষা করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-"আরও ১২০ ট্রেন চালাব, আগামী ১৫-২০ দিনের মধ্যে সবাইকে ফিরিয়ে আনব"


আইসিএমআরের তরফে জানানো হয়েছে কাদের করোনা টেস্ট করা হবে


# যাদের মধ্যে আইএলআই এর রয়েছে এবং অন্তত ১৪ দিন আগে বিদেশ সফরের ইতিহাস রয়েছে তাদের টেস্ট করা হবে।


# এদের সংস্পর্ষে যারা এসেছেন।


# আইএলআই রয়েছে এমন স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মীদের।


# যেসব রোগীর শ্বাসকষ্ট রয়েছে।


# করোনা রোগীর সংস্পর্শে এসেছেন অথচ কোনও উপসর্গ নেই তাদের। সংস্পর্শে আসার ৫-১০ দিনের মধ্যে ওই টেস্ট করা হবে।


# করোনা হটস্পট ও কনটেইনমেন্ট জোনে যার আইএলআই রয়েছে তারও পরীক্ষা হবে।


আরও পড়ুন-Live: রাজ্যে করোনা আক্রান্ত ২৪৬১, মৃত ১৫৩ | দেশে সক্রিয় আক্রান্ত ৫৩,৯৪৬, মৃত ২,৮৭২


# হাসপাতালে ভর্তি রোগী যাদের মধ্যে আইএলআই এর দেখা মিলছে।


# বাইরে থেকে এসে আএলআই দেখা দিয়েছে এমনে রোগীদের।


এই আইএলআই বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস কী? আইসিএমআরের তরফে জানানো হয়েছে কারও যদি শ্বাসযন্ত্রে সংক্রমণ, জ্বর, কফ থাকে তাহলে তাকে আইএলআই বলা যায়। সংস্থার তরফে আরও বলা হয়েছে, ওইসব টেস্টই হবে RT-PCR পদ্ধতিতে।