নিজস্ব প্রতিবেদন: এবার করোনা রোগীর দেখা মিলল বিদেশ মন্ত্রকেও। মন্ত্রকে কর্মরত ২ জন করোনা টেস্টে কোভিড পজিটিভ হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকজন অফিসারকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সোমবার থেকে ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে ফেরি চলাচল, পরিস্থিতি বুঝে বাড়ানো হবে সংখ্যা


সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্ত্রকের সেন্ট্রাল ইয়োরোপ ডিভিশনে কর্মরত এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। অন্যজন ‘ল ডিভিশনে কাজ করেন। এর ফলে ওই দুজনের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের হোম কোয়ারেন্টিনে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে মন্ত্রকের ২ জন করোনা পজিটিভ হওয়ায় ‘ল ডিভিশন ও সেট্রাল ইয়োরোপ ডিভিশনের ঘর স্যানিটাইজড করতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা আতঙ্কের মধ্যেও সক্রিয় ছিল বিদেশ মন্ত্রক। বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো সহ অন্যান্য বহু কাজ চালিয়ে যাচ্ছিল মন্ত্রক।


আরও পড়ুন-কেরল থেকে বাংলা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা; বালাসোরে দুর্ঘটনাগ্রস্থ শ্রমিকদের বাস, আহত বহু


উল্লেখ্য, শুক্রবারই রাজ্যসভার সেক্রেটারিয়েটের একটি অংশ সিল করে দেওয়া হয়। সেখানকার এক অফিসার করোনা পজিটিভ হয়েছেন। সিল করা অংশকে এখন স্যানিটাইডজ করা হচ্ছে। এর আগে লোকসভায় ট্রান্সস্লেশন ও এডিটোরিয়াল ডিভিশনের এক অফিসার করোনা পজিটিভ হন। গোটা ভবনটি বন্ধ করে স্য়ানিটাইডজ করা হয়।