নিজস্ব প্রতিবেদন: ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবিতে একটি চরিত্র পুলিসের হাত থেকে রেহাই পেতে পুকুরে নেমে গিয়ে পুলিসের দিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল, 'আমি এখন জলপুলিসের আন্ডারে'! অর্থাত্‍ কিনা, পুলিস তখন আর ওই চরিত্রটিকে ধরতে পারবে না। মাদুরাইয়ের এক দম্পতি তেমনই কোভিড-কড়াকড়ি এড়াতে মাটি ছেড়ে আকাশে উঠে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আকাশে উঠে গেল, মানে বিমানে চেপে পড়ল। আর সমস্ত কোভিডবিধি (COVID-19) উপেক্ষা করে বিমানেই বিয়ে সেরে নিল! একটা নতুন রাস্তা দেখাল তারা। যদি আপনার মনে হয় লকডাউন (lockdown) আপনার দাম্পত্য জীবন শুরু করার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তবে সটান বিমানের টিকিট বুক করে ফেলুন। 


আরও পড়ুন: নিয়ন্ত্রণে সংক্রমণ, Lockdown-র সময়সীমা বাড়ানো হল বিহারে


এমন কাজই করেছেন Madurai-এর বিবাহেচ্ছু এক যুবক-যুবতী। জানা গিয়েছে, তাঁরা মাদুরাই থেকে একটি চার্টার্ড বিমান বুক করেন। উড়ানটি যখন মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের (Meenakshi Amman Temple) উপর দিয়ে যাচ্ছিল তখনই Rakesh ও Dakshina নামের ওই অ্যাডভেঞ্চারাস যুবক-যুবতী বিবাহবন্ধনে আবদ্ধ হন। মোট ১৬১ জন গেস্ট ছিলেন বলে শোনা যাচ্ছে। এদিকে করোনাবিধির জেরে এখন সেখানে যে কোনও অনুষ্ঠানেই আমন্ত্রিতের সংখ্যা ৫০-এর মধ্যে রাখার কথা।


খুব স্বাভাবিক ভাবেই সমস্ত COVID-19 প্রোটোকল বিঘ্নিত হয়েছে। অনেকেই মাস্ক পরেননি। এবং social distancing শিকেয় উঠেছিল।


আরও পড়ুন: রাজস্থানে ৬০০-র বেশি শিশুর শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ, সতর্ক মহারাষ্ট্রেও