নিয়ন্ত্রণে সংক্রমণ, Lockdown-র সময়সীমা বাড়ানো হল বিহারে
বিহারে লকডাউন ২৫ মে থেকে ১ জুন অবধি এক সপ্তাহের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গেলেও এখনই লকডাউন তুলে দেওয়া যাবে না। ১ জুন পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী নিতীশ কুমার। সোমবার টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি।
করোনার সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ার জন্য ৫ মে থেকে তিন সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ (সোমবার) সহকারী মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
कोरोना संक्रमण को देखते हुए 5 मई 2021 से तीन सप्ताह के लिए लाॅकडाउन लगाया गया था। आज फिर से सहयोगी मंत्रीगण एवं पदाधिकारियों के साथ स्थिति की समीक्षा की गई। (1/2)
— Nitish Kumar (@NitishKumar) May 24, 2021
(2/2) लाॅकडाउन का अच्छा प्रभाव पड़ा है और कोरोना संक्रमण में कमी दिख रही है। अतः बिहार में 25 मई के आगे एक सप्ताह के लिए अर्थात 1 जून, 2021 तक लाॅकडाउन जारी रखने का निर्णय लिया गया है।
— Nitish Kumar (@NitishKumar) May 24, 2021
এরপর নিতীশ কুমার টুইট করে জানান, লকডাউন ভাল প্রভাব ফেলেছে এবং করোনার সংক্রমণ হ্রাস পেয়েছে। বিহারে লকডাউন ২৫ মে থেকে ১ জুন অবধি এক সপ্তাহের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।