নিয়ন্ত্রণে সংক্রমণ, Lockdown-র সময়সীমা বাড়ানো হল বিহারে

বিহারে লকডাউন ২৫ মে থেকে  ১ জুন অবধি এক সপ্তাহের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।      

Updated By: May 24, 2021, 02:17 PM IST
নিয়ন্ত্রণে সংক্রমণ, Lockdown-র সময়সীমা বাড়ানো হল বিহারে

নিজস্ব প্রতিবেদন:  করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গেলেও এখনই লকডাউন তুলে দেওয়া যাবে না। ১ জুন পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী নিতীশ কুমার। সোমবার টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি।  

করোনার সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ার জন্য ৫ মে থেকে তিন সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ (সোমবার) সহকারী মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে  পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এরপর নিতীশ কুমার টুইট করে জানান, লকডাউন ভাল প্রভাব ফেলেছে এবং করোনার সংক্রমণ হ্রাস পেয়েছে। বিহারে লকডাউন ২৫ মে থেকে  ১ জুন অবধি এক সপ্তাহের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।      

.